এদিকে বেলেঘাটার থানার পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে চাবি পাওয়া যায়নি। চাবি না পেয়ে ভাঙতে চাইলে বেলেঘাটার থানার তরফে জানানো হয় তালা ভেঙে ঢুকতে চাইলে শিয়ালদা কোর্ট থেকে অনুমতি নিয়ে আসতে হবে। এসিজেএম শিয়ালদহ মৌখিকভাবে জানান, ‘এই অনুমতি দেওয়ার এক্তিয়ার তাঁর নেই। পুলিশের কাছে সার্চ ওয়ারেন্ট থাকলে পুলিশ সার্চ করতে পারে। তালা ভাঙার জন্য কোর্টের অনুমতি প্রয়োজন নেই। ভিতরে যদি অভিযুক্ত বসে থাকে তাহলে কী আপনি কোর্টের অর্ডারের জন্য আসবেন?’
advertisement
প্রসঙ্গত, প্রাক্তন তৃণমূল নেতা বর্তমানে রয়েছেন জেলে। তাঁর নাম জড়িয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায়। পরে ফের ভুয়ো থানা খোলার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। বিভাসের ছেলে অর্ঘ্য অধিকারীকেও গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর বিভাসের নাম উঠে এসেছিল। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের গ্রেফতারির পরেই বিভাসের নাম পেয়েছিলেন তদন্তকারীরা।