TRENDING:

কলকাতায় আসছেন নোবেলজয়ী, অভিজিতের পছন্দের রান্না করে ছেলের অপেক্ষায় মা

Last Updated:

পরিবার সূত্রে খবর, সকালে লুচি, আলুরদম, হরেকরমের মিষ্টির রাখা হচ্ছে। আর দুপুরে ভাত, ডাল, সাবুর বড়া আর হরেকরকমের মাছ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মঙ্গলবার কলকাতায় আসছেন নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তারপর কয়েকঘণ্টা কলকাতাতেই। বালিগঞ্জ ফাঁড়ির কাছে সপ্তপর্ণী আবাসনে অপেক্ষার পাহাড়। একগাল হাসি নিয়ে মা বসে। ঘরের ছেলের জন্য আড়ম্বর নয়। বরং সাধারণ মাছ ভাতের আদর। সঙ্গে অনেক গল্প। বাকি পড়ে বন্ধুদের আড্ডাটাও।
advertisement

পরিবার সূত্রে খবর, সকালে লুচি, আলুরদম, হরেকরমের মিষ্টির রাখা হচ্ছে। আর দুপুরে ভাত, ডাল, সাবুর বড়া আর হরেকরকমের মাছ। নিজে রান্না করতে ভালবাসলেও ব্যস্ততার কারণে তা হয়ে ওঠে না। তাই প্রিয় পদ দিয়েই ছেলেকে আপ্যায়ণ করতে প্রস্তুত অভিজিতের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়।

বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতায় আসছেন নোবেলজয়ী, অভিজিতের পছন্দের রান্না করে ছেলের অপেক্ষায় মা