কলকাতার ছেলেকে এখন গোটা বিশ্ব চেনে। কলকাতার ছেলেটা নোবেল জয় করেছে। মঙ্গলবার রাতে তাঁর শিকড়ের কাছে ফেরা। জমানো গল্প নিয়ে অপেক্ষা করছেন মা। বন্ধুবান্ধবরাও। তবে অল্প সময়ের জন্য কলকাতায় এলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
দিনটা ছিল ১৪ অক্টোবর। অর্থনীতিতে নোবেল জয় এক বাঙালির। তিনি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷ দেশের তো বটেই, কলকাতার বুকটা সেদিন গর্বে ফুলে উঠেছিল। কলকাতার মুখে সেদিন নোবেল হাসি। নোবেলজয়ীর বাড়ি-স্কুল-কলেজ সবই তো কলকাতায়। এক-দেড়দিন থাকবেন কলকাতাতেই। বালিগঞ্জ ফাঁড়ির কাছে সপ্তপর্ণী আবাসনে অপেক্ষার পাহাড়। একগাল হাসি নিয়ে মা বসে। ঘরের ছেলের জন্য আড়ম্বর নয়। বরং সাধারণ মাছ ভাতের আদর। সঙ্গে অনেক গল্প। বাকি পড়ে বন্ধুদের আড্ডাটাও।
advertisement
আগে মহানির্বাণ রোডের বাড়িতে থাকতেন অভিজিতরা। এই বাড়ি যাঁরা কিনেছেন, তাঁরাও চাইছেন নোবেলজয়ীর সঙ্গে দেখা করতে। সেখানেও অভিজিতের নামের ব্যানার। পরিবার সূত্রে খবর, অভিজিৎকে সংবর্ধনা দেবে তাঁর আবাসন। সাউথ পয়েন্ট ও প্রেসিডেন্সিও সংবর্ধনা জানাবে। নোবেলজয়ীকে আমন্ত্রণ জানিয়েছে রাজভবনও। তিনি যেতে না পারলে তাঁর বাড়িতে গিয়েই নোবলজয়ীর সঙ্গে দেখা করতে চান রাজ্যপাল।