এদিকে আরপিএফ কর্মীদের দেখে পালাবার চেষ্টা করে ওই বিদেশিরা। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে চারটি ক্যামেরা, একটি টর্চ, স্প্রে পেইন্ট এবং বিভিন্ন রঙে ভর্তি কয়েকটি ব্যাগ পাওয়া যায়। রেলওয়ে আইন অনুযায়ী তাদের হেফাজতে নেওয়া হয়। জেরায় জানা যায় মেট্রোয় গ্রাফিটি করতে চেয়েছিল। তবে বিনা অনুমতিতে এমন কাজ কেন? ইতিমধ্যেই এই বিষয়ে জোরদার তদন্ত শুরু হয়েছে। প্রত্যেকের বয়স ৩০ এর কাছাকাছি!
advertisement
আরও পড়ুন: জোয়ান ও মৌরি ভেজানো জলেই ফিরবে যৌবন! ত্বক-চুল থেকে বাড়তি ওজন সব সমস্যা গায়েব!
আরও পড়ুন:
শুধুই কী এত রাতে ছবি আঁকার উদ্দেশ্যে এসেছিল এই তিন বিদেশি? নাকি এর পিছনে ছিল কোনও অন্য কারণ? সেই বিষয়ে খোঁজ চলছে। তবে এভাবে লুকিয়ে কেন করতে চাইল তারা এই কাজ! মেট্রোর অনুমতি কেন নেয়নি এই বিদেশিরা? তাছাড়া এভাবে আইন না মানার পিছনে কী কারণ থাকতে পারে! সব কিছু নিয়ে সন্দেহ বাড়ছে! পুরো বিষয় তদন্ত করে দেখা হচ্ছে!
ABIR GHOSHAL