TRENDING:

Bjp Yuva Morcha Marathon: অলিম্পিক খেলোয়ারদের 'উৎসাহ' দিতে, করোনা বিধি ভেঙেই দৌড় দিলীপ-সৌমিত্রদের!

Last Updated:

Bjp Yuva Morcha Marathon: বিজেপি যুব মোর্চার তরফে ম্যারাথনের অনুমতি চেয়ে শুক্রবার লালবাজারে আবেদন জানানো হলে পুলিশ তা দেয়নি। তবে এদিন ম্যারাথন শুরু থেকে শেষ হলেও পুলিশ বাধা দেয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পুলিশ তথা রাজ্য় সরকারের অনুমতিকে ‘থোরাই কেয়ার’। লালবাজারের সম্মতি না নিয়েই রবিবার রেডরোড ম্যারাথন কর্মসূচি 'চিয়ার ফর ইন্ডিয়া' পালন করল বিজেপি যুব মোর্চা। দীর্ঘ ছুটি কাটিয়ে শহরে ফিরে আসার পর শনিবার এই কর্মসূচি 'সফল' করার অঙ্গীকার নিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় অ্যাথলিটদের সম্মান জানাতেই দেশজুড়ে এই ম্যারাথন কর্মসূচির আয়োজন করা হয়েছে সর্বভারতীয় যুব মোর্চার তরফে। যদিও ম্যারাথনের অনুমতি চেয়ে শুক্রবার লালবাজারে আবেদন জানানো হলে পুলিশ তা দেয়নি। তবে এদিন ম্যারাথন শুরু থেকে শেষ হলেও পুলিশ বাধা দেয়নি। তবে, জানিয়ে দেওয়া হয়েছে উপযুক্ত আইনেই ব্যবস্থা নেওয়া হবে।
advertisement

এদিন ম্যারাথনের উদ্বোধনে ছিলেন দিলীপ ঘোষ, যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ, যুব মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত, জয়প্রকাশ মজুমদার, রাহুল সিনহারা। প্রত্যেকের হাতেই ছিল জাতীয় পতাকা, টি শার্টে ছিল অলিম্পিকের লোগো ও বিজেপির লোগো।

কলকাতা পুলিশের অবশ্য বক্তব্য, যেহেতু এখনও কোভিড বিধির কারণে জমায়েতে আংশিক নিষেধাজ্ঞা রয়েছে, তাই এমন কোনও অনুষ্ঠান করা যাবে না যাতে জনসমাগম হয়। কিন্তু দিলীপবাবুরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, পুলিশ অনুমতি দিক, বা না দিক, রবিবার শহরের রাজপথে যুব মোর্চার ম্যারাথন হচ্ছেই। বাস্তবে হলও তাই। ম্য়ারাথন শেষে তাই সৌমিত্র খাঁয়ের মন্তব্য, 'পুলিশকে ধন্যবাদ বিরোধীদের সুযোগ দেওয়ার জন্য।' তাই এদিন নতুন করে প্রশাসনের সঙ্গে বিরোধীদের সংঘর্ষের সম্ভাবনা তৈরি থাকলেও বাস্তবে তা হল না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ডিসেম্বরের ছুটিতে অঢেল পর্যটক হাজারদুয়ারিতে! দু'দিনে বিক্রি লক্ষ লক্ষ টাকার টিকিট
আরও দেখুন

যেহেতু বিজেপির তরফে সর্বভারতীয় স্তরে এই কর্মসূচি নেওয়া হয়েছিল, তাই এ রাজ্যেও তা পালন করে বদ্ধপরিকর ছিল গেরুয়া শিবির। বিজেপির বক্তব্য, করোনার নাম করে পশ্চিমবঙ্গে তাদের কোনও কর্মসূচিই পালন করতে দেওয়া হচ্ছে না। অপরদিকে শাসকদলের পক্ষ থেকে কোনও কর্মসূচি নেওয়া হলে তখন উল্টো তাতে কোনও বাধা দেয় না পুলিশ। এই অভিযোগকে সামনে রেখেই এদিন ম্যারাথন কর্মসূচি পালন করল যুব মোর্চা। দিলীপ ঘোষেরও দাবি, 'আমরা উৎসাহের সঙ্গে দৌড়েছি। প্রশাসনকে ধন্যবাদ। সৌমিত্র খাঁ ছিলেন। উৎসাহ নিয়ে দৌড়েছি।'

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bjp Yuva Morcha Marathon: অলিম্পিক খেলোয়ারদের 'উৎসাহ' দিতে, করোনা বিধি ভেঙেই দৌড় দিলীপ-সৌমিত্রদের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল