TRENDING:

পুরসভা নিয়ে চিঠি দিয়েও উত্তর পাননি, সেই কথা মনে করিয়ে নতুন চিঠি রাজ্যপালের

Last Updated:

যদিও মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে আবারও সংবিধান অনুসারে চলার কথা মনে করিয়ে দিয়েছেন রাজ্যপাল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#‌কলকাতা:‌ করোনা আবহে রাজ্য সরকার আর রাজ্যপালের সংঘাত বেড়েই চলেছে। কলকাতা পুরসভায় প্রশাসক বসানো নিয়ে জারি করা নির্দেশিকার প্রসঙ্গ তুলে আবারও মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বৃহস্পতিবার বিকেল নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই চিঠি পাঠানো হয়। মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে রাজ্যপাল লিখেছেন, ‘‌কলকাতা পুরসভা সম্পর্কিত ৬ মে ২০২০–তে একটি বিজ্ঞপ্তি নিয়ে মুখ্য সচিবের কাজ থেকে চিঠি দিয়ে কিছু তথ্য জানতে চেয়েছিলাম। কিন্তু উনি সেগুলি না দেওয়ায় আমি গত ৭ মে আপনার কাছেও জানতে চেয়েছিলাম। এখনও পর্যন্ত সেই তথ্যের অপেক্ষায় রয়েছি।’‌
advertisement

মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে রাজ্যপাল আরও বলেছেন, ‘‌কলকাতা পুরসভা ৬ মে ২০২০–এর বিজ্ঞপ্তি সম্পর্কে বিরোধী দলগুলিসহ নানাপক্ষের আবেদনের ভিত্তিতে কোনও সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে আপনার কাছ থেকে সেইসব তথ্য প্রয়োজন যার বিষয় আমি আমার ৭ মে–এর চিঠিতে জানতে চেয়েছিলাম।’‌ মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে কলকাতা পুরসভার এই বিজ্ঞপ্তি সম্পর্কে কি কি তথ্য চাওয়া হয়েছে সেই বিষয়ে বিস্তারিত উল্লেখ করেছেন রাজ্যপাল।

advertisement

advertisement

যদিও মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে আবারও সংবিধান অনুসারে চলার কথা মনে করিয়ে দিয়েছেন রাজ্যপাল। এদিন চিঠিতে তিনি লিখেছেন, ‘‌আপনি যেমন মুখ্যমন্ত্রী হিসাবে আপনার দায়িত্ব পূরণের ক্ষেত্রে সংবিধানকে অনুসরণ করে চলতে প্রতিজ্ঞাবদ্ধ, আমিও রাজ্যপাল হিসাবে তার রক্ষা ও নিরাপত্তা বিধানে প্রতিজ্ঞাবদ্ধ। কলকাতা পুরসভার সংক্রান্ত যে তথ্য জানতে চাওয়া হয়েছে তা সঙ্গতভাবে ১৬৭ নম্বর ধারার অন্তর্ভুক্ত। অনুচ্ছেদ ১৬৭ অনুযায়ী রাজ্যপালের প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার এই লাগাতার নীরবতা দুর্ভাগ্যজনক ও অনুচ্ছেদ ১৬৪–এর শপথের পরিপন্থী এবং সংবিধানের সত্তা ও ভাবের বিরোধী যা নিশ্চিত রূপে অসমর্থনীয়।’‌

advertisement

প্রসঙ্গত কয়েক সপ্তাহ আগেই মুখ্যমন্ত্রী-রাজ্যপালের চিঠি মারফত একাধিক কথা হয়। বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে চিঠি পাল্টা চিঠির পর্ব শুরু হয়। এবার কলকাতা পুরসভার প্রশাসক পদে বসানো নিয়েও কি চিঠি পাল্টা চিঠি পর্ব শুরু হবে? জোর জল্পনা রাজনৈতিক মহলে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/কলকাতা/
পুরসভা নিয়ে চিঠি দিয়েও উত্তর পাননি, সেই কথা মনে করিয়ে নতুন চিঠি রাজ্যপালের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল