নিপা ভাইরাসের মোকাবিলায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফ থেকে সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস দেওয়া হল, রাজ্য স্বাস্থ্য দফতরকে৷
আইসিএমআর–ভিআরডিএল ল্যাবে, এইমস কল্যাণীতে দুইটি সন্দেহভাজন নিপা ভাইরাস সংক্রমণের ঘটনা শনাক্ত হওয়ার পর এই আশ্বাস দেওয়া হয়৷ ঘটনা সামনে আসার সঙ্গে সঙ্গেই কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷
advertisement
আরও দেখুন – NIPAH ভাইরাসের সংক্রমণ আটকাবেন কী করে
আরও পড়ুন – Virat Kohli and Gautam Gambhir: ড্রেসিং রুমের হাল খারাপ! কথা বন্ধ গোতি -বিরাটের, সাসপেন্স খতম করে দিলেন ‘ভিতরের লোক’
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এই বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন৷ কেন্দ্র ও রাজ্য যাতে একজোট হয়ে কাজ করে৷ পরিস্থিতি মোকাবিলায় একটি জাতীয় যৌথ আউটব্রেক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে এবং কার্যকরভাবে সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য৷
এই টিমে রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও যেমন থাকবেন,একইসঙ্গে থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের আধিকারিকরা৷ কেন্দ্র সরকার পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখছে এবং প্রয়োজনে আরও সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়েছে৷
এদিকে প্রথমে বারাসতে জুড়ে যেন ফিরে ভয়াবহ পরিস্থিতি। নিপা ভাইরাসে আক্রান্ত দুই স্বাস্থ্যকর্মীর কথা চাউর হতেই, সতর্ক প্রশাসন। নিপা ভাইরাসে আক্রান্ত বারাসত রথতলা এলাকার একটি বেসরকারি হাসপাতালের দুই স্বাস্থ্যকর্মীর শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত দু’জনকেই ওই হাসপাতালের আইসিইউ আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সংক্রমণ যাতে আর না ছড়ায়, সেই কারণে কড়া সতর্কতা জারি করা হয়েছে। হাসপাতালের সমস্ত চিকিৎসক, নার্স ও কর্মীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি নিরাপত্তারক্ষীরাও মাস্ক পরে ডিউটি করছেন। বাইরে থেকে আসা রোগীর পরিজনদের ক্ষেত্রেও একই নিয়ম মানা হচ্ছে।
