TRENDING:

এবারের শীতে নিক্কো পার্কের নতুন আকর্ষণ ৮০ ফুট উঁচু ‘স্কাই ডাইভার’ !

Last Updated:

নিকো পার্কের পুরোনো রাইডগুলি চড়ে চড়ে কি বোর হয়ে গিয়েছেন ? এবার অন্তত তেমনটা হওয়ার সম্ভাবনা নেই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শহরে শীত সব পড়তে শুরু করেছে ৷ আর তার মধ্যেই চিড়িয়াখানা ও নিক্কো পার্কের মতো বিনোদন পার্কগুলিতে ভিড় জমাতে শুরু করেছেন শহরবাসী ৷ নিকো পার্কের পুরোনো রাইডগুলি চড়ে চড়ে কি বোর হয়ে গিয়েছেন ? এবার অন্তত তেমনটা হওয়ার সম্ভাবনা নেই ৷ কারণ নিক্কো পার্ক অ্যান্ড রিসর্টস লিমিটেডের পক্ষ থেকে এবার নতুন উপহার ৮০ ফুট উঁচু ‘স্কাই ডাইভার’ ৷ পার্কের ২৫ বছর পূর্তিতে শহরবাসীর জন্য এই নতুন জমজমাট রাইড নিয়ে এসেছে নিক্কো পার্ক ৷ তাই ডিসেম্বরের পয়লা তারিখ থেকেই কলকাতার একমাত্র বিনোদন পার্কে শুরু ‘উইন্টার কার্নিভাল’ ৷
advertisement

নিক্কো পার্ক গ্রুপের চেয়ারম্যান রাজীব কউলের সঙ্গে নতুন ‘স্কাই ডাইভার’ রাইডে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অভিনেত্রী কণীনিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

৮০ ফটু উঁচু এই ‘স্কাই ডাইভার’ রাইডটি দেখতে অনেকটাই রোগা ৷ সবসমিলিয়ে ১৬ জন এই রাইডে চড়তে পারবেন ৷ রাইডের সময় হল ২ মিনিট ৷ নিক্কো পার্কে এন্ট্রির সময়েই যে ‘রাইড প্যাকেজ’-র টিকিট কাটতে হয়, এই স্কাই ডাইভার রাইডও তার অন্তর্গত ৷ নতুন এই রাইড শহরের তরুণ-তরুণীদের জন্য যথেষ্ট আকর্ষণীয় হবে বলেই মনে করছেন নিক্কো পার্ক গ্রুপের চেয়ারম্যান রাজীব কউল ৷ তবে এখানেই শেষ নয়, এবছর পার্কের ২৫ বছর পূর্তিতে একটি বিশেষ ‘লাকি ড্র’-র ব্যবস্থা করা হয়েছে সংস্থার পক্ষ থেকে ৷ যেখানে দু’রাত-তিন দিনের জন্য হং কং-এর ডিজনিল্যান্ডের টিকিট জেতার সুযোগও থাকছে পার্কে প্রবেশকারীদের জন্য ৷ এছাড়া পার্কের ফুড কোর্টকেও ঢেলে সাজানো হয়েছে ৷ যেখানে থাকছে একটি  গেম জোনও ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
এবারের শীতে নিক্কো পার্কের নতুন আকর্ষণ ৮০ ফুট উঁচু ‘স্কাই ডাইভার’ !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল