ইতিমধ্যে রাঁচিতে এন আই এর পক্ষ থেকে একটি মামলা রুজু করা হয়।। সেই মামলার তদন্তে নেমেই যোগ সূত্র পাওয়া যায় পশ্চিমবঙ্গে। রাঁচি ও কলকাতার এন আই এ একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে রাজ্যের ১০ থেকে ১২ টি জায়গায়।
আরও পড়ুন: ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা! ‘নিরাপত্তার প্রতিশ্রুতিপালনে ব্যর্থ সরকার’…১০ দফা দাবি পেশ
advertisement
আসামে মাওনেতা সব্যসাচী গোস্বামী গ্রেফতার হওয়ার পরে নির্মলা নামে এক মাও নেত্রী তিনি কলকাতায় এসেছিলেন বৈঠক করে আবার অন্যত্র চলে যায় বলে সূত্র মারফত খবর পায় এন আই এ গোয়েন্দারা। পানিহাটি, বীরভূম, যাদবপুর-সহ শহর কলকাতা জুড়ে সকাল থেকেই তল্লাশি অভিযানে নামে এনআইএ।
আরও পড়ুন: দেখলেই নাক সিঁটকান! এই সবজি খেয়েই ৮৮ তেও ফিট ধর্মেন্দ্র, দামও একেবারে কম, নাম জানলে অবাক হবেন
সূত্রের খবর অনুযায়ী, শিপ্রা নামের একজন মাও হ্যান্ডলারের খোঁজ চালানো হচ্ছে। প্রাথমিকভাবে গোয়েন্দারা জানতে পারে শিপ্রা পশ্চিমবঙ্গের সঙ্গে মাওবাদীদের যোগাযোগ ব্যবস্থা তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা দেখত।