Junior Doctor's Protest: ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা! ‘নিরাপত্তার প্রতিশ্রুতিপালনে ব্যর্থ সরকার’...১০ দফা দাবি পেশ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Sanhyik Ghosh
Last Updated:
Junior Doctor's Protest: ফের পূর্ণ কর্মবিরতিতে ফিরছেন জুনিয়র ডাক্তাররা। গত শনিবারই কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সোমবার হাসপাতালের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কী জানায়, তা দেখেই নেওয়া হবে সিদ্ধান্ত।
কলকাতা: ফের পূর্ণ কর্মবিরতিতে ফিরছেন জুনিয়র ডাক্তাররা। গত শনিবারই কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সোমবার হাসপাতালের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কী জানায়, তা দেখেই নেওয়া হবে সিদ্ধান্ত। এবার কর্মক্ষেত্রে নিরাপত্তার প্রতিশ্রুতিপালনে ব্যর্থ সরকার, দাবি জানিয়ে ফের কর্মবিরতির পথে জুনিয়র ডাক্তাররা।
সোমবার দীর্ঘ সময় জিবি বৈঠকের পর আবার পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের। আরজি কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি, থ্রেট কালচারের মাথাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে। পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপত্তার প্রতিশ্রুতিপালনেও ব্যর্থ সরকার। সুপ্রিম কোর্টে বিচার বিলম্বিত হওয়ায়ও “হতাশ ও ক্ষুব্ধ” জুনিয়র ডাক্তাররা। ১০ দফা দাবি সামনে রেখে ফের কর্মবিরতিতে ফিরছেন তারা।
advertisement
আরও পড়ুন: অগাধ রূপই কাল হল নায়িকার! ডেবিউতে ঝড় তুলেও ডুবল কেরিয়ার, চিনতে পারছেন বাঙালি মায়ের তারকা কন্যাকে:
advertisement
প্রসঙ্গত, গত শনিবারই জেনারেল বডি বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা জানান, সোমবার বিকেল থেকে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পূর্ণ কর্মবিরতি করবেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের দাবি, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিচ্ছে রাজ্যকে, সেটাও মানা হচ্ছে না।
advertisement
আরও পড়ুন: দেখলেই নাক সিঁটকান! এই সবজি খেয়েই ৮৮ তেও ফিট ধর্মেন্দ্র, দামও একেবারে কম, নাম জানলে অবাক হবেন
পানিহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজে ইতিমধ্যেই কর্মবিরতি চলছে। চিকিত্সকদের দাবি, কর্মক্ষেত্রে নিরাপত্তার প্রতিশ্রুতিপালনে ব্যর্থ সরকার। সাগর দত্তের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা এখনও নেই। তাই ফের কর্মবিরতির সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 01, 2024 9:03 AM IST