TRENDING:

NIA: খোঁজ দিতে পারলেই পাবেন ১৫ লক্ষ! NIA-এর ঘোষণা, কে এই অভিযুক্ত?

Last Updated:

NIA: গত সাত মাসে পঞ্জাবে অন্তত চারটি উচ্চ পর্যায়ের অপরাধে তার নাম উঠে এসেছে বার বার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বুধবার জাতীয় তদন্তকারী সংস্থা বিবৃতি দিয়ে জানায় যে, পঞ্জাবে দুইটি আরপিজি হামলা সহ এক কাপড় ব্যবসায়ী এবং এক রাজনৈতিক নেতার খুনের পলাতক অভিযুক্ত লাকবির সিং সান্ধু ওরফে লান্দা হারিকের সন্ধান দিলে ১৫ লক্ষ টাকা সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে এনআইএ র তরফ থেকে।
advertisement

গত সাত মাসে পঞ্জাবে অন্তত চারটি উচ্চ পর্যায়ের অপরাধে তার নাম উঠে এসেছে বার বার। গোয়েন্দা সূত্রে খবর লাকবির সিং সান্ধু ওরফে লান্দা হারিকে এই মুহূর্তে কানাডায় গা ঢাকা দিয়ে রয়েছে। এমনকি পাঞ্জাব পুলিশও লান্দাকে রাজ্যের শান্তির জন্য অন্যতম প্রধান হুমকি হিসেবে দেখছে।

কে এই লাকবির সিং সান্ধু ওরফে লান্দা হারিকে ;কী কী ঘটনায় অভিযুক্ত !

advertisement

গত ২০২২ সালে মে মাসের ৯ তারিখে পঞ্জাবের মোহালিতে পঞ্জাব পুলিশ ইন্টেলিজেন্স ব্রঞ্চের হেডকোয়ার্টারে রকেট প্রপেলড গ্রেনেড দিয়ে হামলা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি টরন টরন জেলার, সারহালি করণ গ্রামেও আরপিজি হামলার অভিযোগ রয়েছে।

পঞ্জাবের প্রতিষ্ঠিত এক কাপড় ব্যবসায়ী গুর্যন্ত সিংকে পাঞ্জাবের টরন টরন জেলার দিনপুর গ্রামে নিশংসভাবে খুন করার অভিযোগ রয়েছে লান্দার বিরুদ্ধে।

advertisement

গত ৪ নভেম্বর ২০২২ সালে অমৃতসরে পাঞ্জাবে শিব সেনা (টাক সালি) এক রাজনৈতিক নেতা সুধীর সুরি কে খুন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যদিও এই ঘটনায় এখনও অন্যান্য অভিযুক্তদের ও খোঁজ চালাচ্ছে তদন্তকারী সংস্থা।সূত্রের খবর।

আরও পড়ুন: মমতার কাছে শিশুর নামকরণের আবদার রাখলেন মা, অভিনব 'এই' নাম দিলেন মুখ্যমন্ত্রী

advertisement

পাঞ্জাব পুলিশ তাকে মোহালি এবং সারহালি কালান আরপিজি হামলার পাশাপাশি গুরজন্ত সিং হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ করেছে। তার বিরুদ্ধে NIA-এর মামলাও মোহালি আরপিজি হামলার সঙ্গে জড়িত রয়েছে লন্দা। পাঞ্জাব পুলিশ এবং এনআইএ দাবি করেছে যে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের নির্দেশে এই হামলা চালানো হয়েছিল।

আরও পড়ুন: বকেয়া-সহ অতিরিক্ত বেতন পাবেন, তবু DA ক্ষোভ কর্পোরেশনের বিরোধী ইউনিয়নের! বড় হুঁশিয়ারি

advertisement

NIA কানাডা ভিত্তিক আরশ ডাল্লাকে স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারা 9 জানুয়ারী একটি পৃথক মামলায় "ব্যক্তি সন্ত্রাসী" হিসাবে মনোনীত করতে সফল হয়েছে।

সব মিলিয়ে পাঞ্জাবে দুটি আরপিজি হামলার পলাতক অভিযুক্তের মাথার দাম ১৫ লক্ষ ধার্য করল এনআইএ,এমনটাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বলা হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

---সৌরভ তিওয়ারি

বাংলা খবর/ খবর/কলকাতা/
NIA: খোঁজ দিতে পারলেই পাবেন ১৫ লক্ষ! NIA-এর ঘোষণা, কে এই অভিযুক্ত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল