TRENDING:

এনআইএ-ইডি'র যৌথ হানা কলকাতা সহ গোটা দেশে, নিশানায় পিএফআই! তোলপাড়

Last Updated:

NIA: পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া একটি সংগঠন, যা দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দেশজুড়ে একযোগে বিভিন্ন রাজ্যে তল্লাশি অভিযান এনআইএ-র। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (PFI) সঙ্গে নাশকতা যোগ, সেই সূত্রে উত্তরপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ সহ ১০ রাজ্যে তল্লাশি চালানো হচ্ছে। এনআইএ-র সঙ্গে সেই অভিযানে যোগ দিয়েছে ইডি-ও। পালটা বিক্ষোভে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI)-র কর্মীরা। দেশ জুড়ে শতাধিক PFI কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
বিরাট অভিযান
বিরাট অভিযান
advertisement

পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া একটি সংগঠন, যা দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। সকাল থেকে সারাদেশের বিভিন্ন জায়গাতেই তল্লাশি অভিযান এখনও পর্যন্ত চলছে। সূত্র মারফত খবর, এখনও পর্যন্ত সারা দেশজুড়ে ১০০ জনের উপরে আটক হয়েছেন।

আরও পড়ুন: খুলে যাচ্ছে নতুন টালা সেতু, আলোচনায় সেই বাস রুট! মালিকরা তুললেন পুরনো দাবি

advertisement

শুধুমাত্র সারাদেশ নয়, কলকাতা শহরেও এই তল্লাশি অভিযান চলছে। সকাল থেকেই এনআইএ আধিকারিকরা ইডি অফিসারদের সঙ্গে নিয়েই তল্লাশি অভিযান চালাচ্ছে। সংগঠনের লেনদেন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে, সেই কারণে ইডি-র আধিকারিকদের নিয়ে যৌথভাবে তল্লাশি চালানো হচ্ছে। এখনও পর্যন্ত যা খবর, কলকাতায় চারটিরও বেশি জায়গায় তল্লাশি অভিযান চালানো হবে। সেই সূত্রেই তিলজলা, পার্ক স্ট্রিট সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

advertisement

আরও পড়ুন: ৫০ ঘণ্টা ধরে রেল অবরোধ, পুরুলিয়ায় মারাত্মক অবস্থা! বাতিল প্রায় ৫০ ট্রেন

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

প্রসঙ্গত, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া-র বিরুদ্ধে সন্ত্রাসে আর্থিক মদত, প্রশিক্ষণ শিবির সংগঠিত করার অভিযোগ রয়েছে। এখনও পর্যন্ত এই সংস্থার বিরুদ্ধে এটাই এনআইএ-র সব থেকে বড় অভিযান। কেরল, তামিলনাড়ু সহ বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান। চেন্নাইতে PFI-র রাজ্য দফতরেও হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
এনআইএ-ইডি'র যৌথ হানা কলকাতা সহ গোটা দেশে, নিশানায় পিএফআই! তোলপাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল