নিউটাউন পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া ব্যক্তির আসল বাড়ি নদিয়ায়। তবে, সে নিউটাউনের গৌরাঙ্গনগরে ভাড়া থাকে। এই ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখেই ব্রেক থ্রু পুলিশের।
সূত্রের খবর, নাবালিকার ময়নাতদন্তের রিপোর্ট বলছে, শ্বাস রোধ করে খুন করা হয়েছে। সেই সঙ্গে মিলেছে যৌন হেনস্থার প্রমাণও। সূত্রের খবর, নাবালিকার শরীরে ছিল একাধিক আঁচড়ের দাগ, বুকে নখের আঁচর, মুখের কোণে রক্তের দাগ, নাকের হাড় বেঁকে গিয়েছিল। পরিবারের তরফে যে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল, তাতে খুনের ধারা যুক্ত করে এফআইআর করা হয়েছে। এরপর পুলিশ খুনের সঙ্গে পকসো ধারা যোগ করে মামলা রুজু করেছে।
advertisement
পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই নাবালিকা ওই টোটোতে উঠছে। এরপর নাবালিকাকে নিয়ে আসা হয় নিউটাউনের সোনাঝুরি হাটের কাছে। তারপর নির্জন একটি জায়গায় নিয়ে গিয়ে তাঁর মুখ চেপে ধরা হয়। এরপর পরিত্যক্ত জঙ্গলে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ। পুলিশের কাছে অভিযুক্ত জানিয়েছে, নাবালিকাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে টোটো-তে তোলে সে। এরপরই ঘটায় সেই ভয়ঙ্কর ঘটনা।