পুলিশ সূত্রে খবর, নিউটাউনেই ভাড়া থাকত নাবালিকার পরিবার। বাবা নেভিতে চাকরি করেন। পরিবার সূত্রে পুলিশ জানতে পেরেছে, বৃহস্পতিবার দুই বোনের মধ্যে মারামারি চলছিল। তাই বকা দিয়েছিলেন মা। এরপরই রাত দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় ওই নাবালিকা।
advertisement
শুক্রবার সকালে নিউটাউন থানার পুলিশ খবর পায়, লোহা ব্রিজের কাছে ফেন্সিংয়ে ঘেরা পরিত্যক্ত জঙ্গলে এক নাবালিকার অর্ধনগ্ন মৃতদেহ পড়ে রয়েছে। তরুণীর ওপরের অংশে জামা থাকলে নীচে পরনের প্যান্ট ছিল না। মৃতদেহের পাশে পরনের প্যান্ট পড়েছিল। ওই জায়গা থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিধাননগর পুলিশের ডিসি নিউটাউন মানব সিংলা, বিধাননগরের গোয়েন্দা প্রধান সহ পুলিশ আধিকারিকরা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আশেপাশের রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করে নাবালিকাকে খুন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে মৃত্যুর সঠিক কারণ। ধর্ষণ করে খুন কিনা খতিয়ে দেখছে নিউটাউন থানার পুলিশ।