সূত্রের খবর, ওই কর্মীর পেটে সিং ঢুকিয়ে দিয়েছে একটি হরিণ। গুরুতর জখম প্রসাদ বর্মণ (৪২) নামে মিনি চিড়িয়াখানর ওই কর্মী। গত ২৩ মে এই ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: শকুন্তলা বড়ুয়ার মেয়ের সঙ্গে প্রথম বিয়ে, আছে ছেলেও! ৬০ বছরে নতুন সংসার আশিস বিদ্যার্থীর
সঙ্গে সঙ্গেই ওই কর্মীকে চিনারপার্কের চার্নক হাসাপাতালে ভর্তি করানো হয় বলে জানা গিয়েছে। সেখানেই ওই কর্মীর অস্ত্রোপাচার হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কর্মীর অবস্থা আপাতত স্থিতিশীল। তবে এ ব্যাপারে মুখ খুলতে চাননি চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
advertisement
২০১৬ সালে নিউ টাউনের ইকোপার্ক লাগোয়া ৬ নম্বর গেটের পাশে একটি হরিণালয় তৈরি করেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এজন্য প্রায় ১৩ একরের বেশি জমি দান করে হিডকো। প্রথম দিকে এটি হরিণালয় করার চিন্তা ভাবনা থাকলেও পরে দর্শকদের চাহিদা ভেবে আরও কিছু পশুপাখি আনার চিন্তা ভাবনা করা হয়।
আরও পড়ুন: হঠাৎ করেই ভাইরাল ঐশ্বর্য্য রাই বচ্চনের এই খাবার ছবি! কী এমন আছে এতে? ধন্যধন্য করছে সকলে
সেই মতো একে একে বিভিন্ন ধরনের পাখি, কুমির এবং একাধিক প্রজাতির হরিণ, জলহস্তি, জেব্রা, জিরাফ রাখা হয়েছে পার্কে। খুব শীঘ্রই এখানে বেঙ্গল টাইগার, লেপার্ড, সিংহ, রেড ক্যাঙ্গারু প্রভৃতি রাখার পরিকল্পনাও করা হয়েছে বলে জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এতদিন এই হরিণালয়ে প্রবেশ মূল্য ছিল মাত্র ৩০ টাকা৷ এখন তা বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে।
তবে তড়িঘড়ি চিড়িয়াখানা তৈরি হলেও, পশু-পাখির যত্ন নেওয়া বা খাওয়ানোর জন্য উপযুক্ত প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী কি নিয়োগ করা হয়েছে এখানে? উঠছে প্রশ্ন৷