সর্বনেশে সুতোয় তুঙ্গে বিতর্ক। ৩ দিনের মধ্যে দুই সদ্যোজাতের মৃত্যুতে কাঠগড়ায় নীলরতন সরকার মেডিক্যাল। দু’টি ক্ষেত্রেই হাসপাতালের বিরুদ্ধে নিম্নমানের সুতো দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ। বিভিন্ন ছোট-বড় ডিস্ট্রিবিউটারের বিরুদ্ধে উঠছে অভিযোগ।
সস্তার তিন অবস্থা- সোমবার নিউজ 18 বাংলার প্রতিনিধি ক্রেতা সেজে CATGUT কিনতে যান মেডিক্যাল কলেজের সামনে একটি ওষুধের দোকানে।
একটি CATGUT- র দাম একশো ছিয়াশি টাকা।
advertisement
দোকানদারের কথায় উঠে আসে নানা চাঞ্চল্যকর তথ্য।
অভিযোগ, হাসপাতালের চাপে বরাত পেতে সুতোর মানে আপোস করছেন ডিস্ট্রিবিউটাররা।
-কম দামে কোটেশন দেন ডিস্ট্রিবিউটাররা
-টেন্ডারে সবচেয়ে কম দামের সুতো
-বরাত পেয়ে কম দামে প্রোডাকশন করিয়ে আলাদা ব্যাচ নম্বর দিয়ে সরবরাহ
-কম দামের সুতো যোগানেই বিপত্তি ঘটছে
একদিকে ব্যবসা । অন্যদিকে অপস। দুই’র মাঝে সুতোয় ঝুলছে শিশুদের জীবন। যদিও এ কথা মানতে নারাজ এনআরএসের চিকিৎসকরা।
ওষুধ থেকে সার্জিক্যাল। ছাড় নেই কোনও কিছুতেই। এ অসুখের চিকিৎসা কী? ত্তর জানা নেই কারও।