TRENDING:

দক্ষিণ কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা সদ্যবিবাহিত দম্পতির, মৃত স্বামী, জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছেন স্ত্রী

Last Updated:

পুলিশের দাবি, স্কুটিতে স্বামী বা স্ত্রী, কেউ-ই হেলমেট পরে ছিলেন না

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রবিবার রাতে প্রিন্স আনোয়ার শাহ রোডে-এর ক্রসিং-এ ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১, আশঙ্কাজনক অবস্থায়  হাসপাতালে ভর্তি অন্যজন। সদ্য বিবাহিতা দম্পতি রবিবার রাত ২ নাগাদ বাড়ি ফিরছিলেন শহরের ফাঁকা রাস্তা দিয়ে। রাসবিহারীর দিক থেকে টালিগঞ্জের রাস্তা ধরার পরিকল্পনাই কাল হল বিকাশ পাণ্ডের।
advertisement

রবিবারের ফাঁকা রাস্তায় নতুন স্কুটি নিয়ে রাসবিহারীর দিক থেকে টালিগঞ্জের দিকের রাস্তা ধরে স্কুটির চালক বিকাশ পাণ্ডে। স্কুটির পিছনে ছিল একটি পণ্যবাহী গাড়ি।  প্রিন্স আনোয়ার শাহ রোডে-এর ক্রসিং-এ  পণ্যবাহী গাড়িটি স্কুটির ধারের অংশে সজোরে ধাক্কা মারে, ফলে মাটিতে পড়ে যান বিকাশ পাণ্ডে ও স্ত্রী শিল্পী অধিকারী। ঘটনাস্থলে পৌঁছে যায় ট্রাফিক পুলিশ ও চারু মার্কেট থানার পুলিশ।  বিকাশ পাণ্ডেকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক বিকাশকে দেখেই মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে শিল্পী অধিকারীকে নিয়ে যাওয়া হয় ঢিল ছোঁড়া দূরত্বে এমআর বাঙ্গুরে, সেখান থেকে স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে। পুলিশ সূত্রে খবর,  শিল্পী অধিকারীর অবস্থা  আশঙ্কাজনক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পুলিশ সূত্রে খবর, শিল্পী অধিকারীর বাড়ির খোঁজ পাওয়া গেলেও, রাতে  বিকাশ পাণ্ডের বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করতে পারে না পুলিশ।  পুলিশের দাবি, স্কুটিতে বিকাশ ও শিল্পীর মাথায় হেলমেট ছিল না। স্কুটি চারু মার্কেট থানায় রাখা হলেও ঘাতক পণ্যবাহী গাড়িটির হদিশ এখনও মেলেনি। ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘাতক গাড়ির খোঁজ করছে ট্রাফিক পুলিশের ফ্যাটাল স্কোয়াড।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
দক্ষিণ কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা সদ্যবিবাহিত দম্পতির, মৃত স্বামী, জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছেন স্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল