TRENDING:

New Year Traffic Rule: বর্ষশেষের রাতে বন্ধ শহরের একাধিক রাস্তা! বাড়ি থেকে বেরনোর আগে মিলিয়ে নিন তালিকা

Last Updated:

New Year Traffic Rule: বর্ষবরণের রাতে শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। মঙ্গলবার বিকেল চারটে থেকে বুধবার ভোর সাড়ে চারটে পর্যন্ত এবং বুধবার বিকেল চারটে থেকে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ময়দান-সহ কলকাতার উপকণ্ঠের একাধিক এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ বর্ষবরণের রাতে শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। মঙ্গলবার বিকেল চারটে থেকে বুধবার ভোর সাড়ে চারটে পর্যন্ত এবং বুধবার বিকেল চারটে থেকে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ময়দান-সহ কলকাতার উপকণ্ঠের একাধিক এলাকায়। ৩১ তারিখ বিকেল চারটে থেকে ১ তারিখ ভোর সাড়ে চারটে এবং এক তারিখ বিকেল সাড়ে চারটে থেকে দু-তারিখ রাত বারোটা পর্যন্ত পাক স্টিট উইড স্ট্রীট এবং জহরলাল নেহেরু রোডের যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে গাড়ির গতিপথ পরিবর্তন হবে।
বর্ষশেষের রাত থেকেই বন্ধ শহরের একাধিক রাস্তা!
বর্ষশেষের রাত থেকেই বন্ধ শহরের একাধিক রাস্তা!
advertisement

আরও পড়ুনঃ ৯ দিনে ছাগল, মুরগি, শুয়োর দিয়ে পেটপুজো! আলিপুরে আসতেই এ কী খাচ্ছে বাঘিনি জিনাত

সংশ্লিষ্ট রাস্তা গুলি হল আচার্য জগদীশচন্দ্র বোস রোড ও চৌরঙ্গী রোডের সংযোগস্থল থেকে উত্তরমুখী হরিশ মুখার্জী রোড, ক্যাথিডাল রোড, হসপিটাল রোড স্ট্যান্ড রোড, অক্লান্ড রোড, রেড রোড এসপ্ল্যানেড ক্রসিং সহ গর্মেন্ট প্লেস ইস্ট, রানী রাসমণি এভিনিউ, এসপ্ল্যানেড রেম্প সহ দ্বিতীয় হুগলি ব্রিজে। এর পাশাপাশি শহরের যেসব রাস্তায় বর্ষবরণের রাতে ও নববর্ষের দিন স্বাভাবিক যান চলাচল নিয়ন্ত্রণ হতে পারে সেই সংশ্লিষ্ট রাস্তা গুলি হল কলকাতা জাদুঘরের সামনের রাস্তা সহ ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনে বিড়লা প্লানেটরিয়াম, আলিপুর চিড়িয়াখানা, পরেশনাথ মন্দির, কালীঘাট মন্দির, ঠনঠনিয়া কালীবাড়ি, নিউমার্কেট চত্বর সহ বিড়লা মন্দির সংলগ্ন আশুতোষ চৌধুরী এভিনিউ ও মিলিনিয়াম পার্ক চত্বর এলাকায়।

advertisement

আরও পড়ুনঃ বর্ষশেষে ফের বৃষ্টি রাজ‍্য? শীতের দেখা মিলবে কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এবার সাধারণ মানুষের সুবিধার্থে ৩১ ডিসেম্বরের রাতে প্রায় সাড়ে চার হাজার পুলিশ রাস্তায় থাকবে। ৫০ টি জায়গায় নাকা চেকিং হবে। মোতায়েন থাকবে সাড়ে চার হাজার পুলিশকর্মী। দশটি ওয়াচ টাওয়ার খোলা হয়েছে পার্কস্ট্রীটে। নজরদারির জন্য থাকছে কলকাতা পুলিশের বিশেষ টিম।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
New Year Traffic Rule: বর্ষশেষের রাতে বন্ধ শহরের একাধিক রাস্তা! বাড়ি থেকে বেরনোর আগে মিলিয়ে নিন তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল