আরও পড়ুনঃ ৯ দিনে ছাগল, মুরগি, শুয়োর দিয়ে পেটপুজো! আলিপুরে আসতেই এ কী খাচ্ছে বাঘিনি জিনাত
সংশ্লিষ্ট রাস্তা গুলি হল আচার্য জগদীশচন্দ্র বোস রোড ও চৌরঙ্গী রোডের সংযোগস্থল থেকে উত্তরমুখী হরিশ মুখার্জী রোড, ক্যাথিডাল রোড, হসপিটাল রোড স্ট্যান্ড রোড, অক্লান্ড রোড, রেড রোড এসপ্ল্যানেড ক্রসিং সহ গর্মেন্ট প্লেস ইস্ট, রানী রাসমণি এভিনিউ, এসপ্ল্যানেড রেম্প সহ দ্বিতীয় হুগলি ব্রিজে। এর পাশাপাশি শহরের যেসব রাস্তায় বর্ষবরণের রাতে ও নববর্ষের দিন স্বাভাবিক যান চলাচল নিয়ন্ত্রণ হতে পারে সেই সংশ্লিষ্ট রাস্তা গুলি হল কলকাতা জাদুঘরের সামনের রাস্তা সহ ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনে বিড়লা প্লানেটরিয়াম, আলিপুর চিড়িয়াখানা, পরেশনাথ মন্দির, কালীঘাট মন্দির, ঠনঠনিয়া কালীবাড়ি, নিউমার্কেট চত্বর সহ বিড়লা মন্দির সংলগ্ন আশুতোষ চৌধুরী এভিনিউ ও মিলিনিয়াম পার্ক চত্বর এলাকায়।
advertisement
আরও পড়ুনঃ বর্ষশেষে ফের বৃষ্টি রাজ্য? শীতের দেখা মিলবে কবে? জানিয়ে দিল হাওয়া অফিস
এবার সাধারণ মানুষের সুবিধার্থে ৩১ ডিসেম্বরের রাতে প্রায় সাড়ে চার হাজার পুলিশ রাস্তায় থাকবে। ৫০ টি জায়গায় নাকা চেকিং হবে। মোতায়েন থাকবে সাড়ে চার হাজার পুলিশকর্মী। দশটি ওয়াচ টাওয়ার খোলা হয়েছে পার্কস্ট্রীটে। নজরদারির জন্য থাকছে কলকাতা পুলিশের বিশেষ টিম।