Tigress Zeenat Update: ৯ দিনে ছাগল, মুরগি, শুয়োর দিয়ে পেটপুজো! আলিপুরে আসতেই এ কী খাচ্ছে বাঘিনি জিনাত

Last Updated:
Tigress Zeenat Update: জিনাতের শরীরে কোনও আঘাত নেই। স্বস্তি চিকিৎসকদের। সাধারণত ৯ দিন একটানা তাড়া খেয়ে যে ধরনের এক্সটারনাল আঘাত থাকতে পারে তার কোনওটাই নেই জিনাতের শরীরে।
1/6
কেমন আছে বাঘিনী জিনাত?কেমন আছে বাঘিনী জিনাত?

জিনাতের শরীরে কোনও আঘাত নেই। স্বস্তি চিকিৎসকদের। সাধারণত ৯ দিন একটানা তাড়া খেয়ে যে ধরনের এক্সটারনাল আঘাত থাকতে পারে তার কোনওটাই নেই জিনাতের শরীরে। (প্রতীকী ছবি)
কেমন আছে বাঘিনী জিনাত?জিনাতের শরীরে কোনও আঘাত নেই। স্বস্তি চিকিৎসকদের। সাধারণত ৯ দিন একটানা তাড়া খেয়ে যে ধরনের এক্সটারনাল আঘাত থাকতে পারে তার কোনওটাই নেই জিনাতের শরীরে। (প্রতীকী ছবি)
advertisement
2/6
এই ৯ দিনে জিনাত পর্যাপ্ত ছাগল মুরগি বা শুয়োরের মাংস খেয়েছে। ফলে পশু হাসপাতালের মাংস এখনও ছুঁয়ে দেখেনি জিনাত। ৪ টি ট্রানকুলাইজারের প্রভাব এখনও সম্পূর্ণ কাটেনি। (প্রতীকী ছবি)
এই ৯ দিনে জিনাত পর্যাপ্ত ছাগল মুরগি বা শুয়োরের মাংস খেয়েছে। ফলে পশু হাসপাতালের মাংস এখনও ছুঁয়ে দেখেনি জিনাত। ৪ টি ট্রানকুলাইজারের প্রভাব এখনও সম্পূর্ণ কাটেনি। (প্রতীকী ছবি)
advertisement
3/6
তার শরীরে এখনও ডার্ট এবং ওষুধের যথেষ্ট প্রভাব থেকে গেছে। জল এবং লিকুইড খাবার গ্রহণ করছে জিনাত। জিনাত আগেও একবার খাঁচায় বন্দী হয়েছিল, সম্ভবত ওড়িশার কোনও এলাকায়। কিছু উপসর্গ দেখে অনুমান করছেন ৩ বিশেষজ্ঞ চিকিৎসক। (প্রতীকী ছবি)
তার শরীরে এখনও ডার্ট এবং ওষুধের যথেষ্ট প্রভাব থেকে গেছে। জল এবং লিকুইড খাবার গ্রহণ করছে জিনাত। জিনাত আগেও একবার খাঁচায় বন্দী হয়েছিল, সম্ভবত ওড়িশার কোনও এলাকায়। কিছু উপসর্গ দেখে অনুমান করছেন ৩ বিশেষজ্ঞ চিকিৎসক। (প্রতীকী ছবি)
advertisement
4/6
সিমলিপাল অরণ্যে সম্প্রতি জন্মানো বাঘের মধ্যে জিনগত পরিবর্তন ঘটছে। জিনগত পরিবর্তনে মুড সুইং জিনাতের। একাধিকবার লোকালয়ে ঢুকে যাওয়ার প্রবণতা। (প্রতীকী ছবি)
সিমলিপাল অরণ্যে সম্প্রতি জন্মানো বাঘের মধ্যে জিনগত পরিবর্তন ঘটছে। জিনগত পরিবর্তনে মুড সুইং জিনাতের। একাধিকবার লোকালয়ে ঢুকে যাওয়ার প্রবণতা। (প্রতীকী ছবি)
advertisement
5/6
রবিবার রাতেই, গ্রিন করিডর করে বাঁকুড়া থেকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হল ৩ বছরের বাঘিনী জিনাতকে৷ রবিবার রাত ১২ টা ১০ মিনিটে বিশেষ কনভয় করে কলকাতায় নিয়ে আসা হয় ঘুমপাড়ানি গুলিতে কাবু বাঘিনীকে৷ এখনও আচ্ছন্ন ভাব পুরোপুরি কাটেনি বাঘিনী জিনাতের। মাঝে মাঝেই ঘুমিয়ে বিশ্রাম নিচ্ছে। (প্রতীকী ছবি)
রবিবার রাতেই, গ্রিন করিডর করে বাঁকুড়া থেকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হল ৩ বছরের বাঘিনী জিনাতকে৷ রবিবার রাত ১২ টা ১০ মিনিটে বিশেষ কনভয় করে কলকাতায় নিয়ে আসা হয় ঘুমপাড়ানি গুলিতে কাবু বাঘিনীকে৷ এখনও আচ্ছন্ন ভাব পুরোপুরি কাটেনি বাঘিনী জিনাতের। মাঝে মাঝেই ঘুমিয়ে বিশ্রাম নিচ্ছে। (প্রতীকী ছবি)
advertisement
6/6
সিমলিপালের জঙ্গল ছেড়ে ৯ দিন ধরে জিনাত ঘুরে বেরিয়েছে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার একাধিক জঙ্গলে। (প্রতীকী ছবি)
সিমলিপালের জঙ্গল ছেড়ে ৯ দিন ধরে জিনাত ঘুরে বেরিয়েছে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার একাধিক জঙ্গলে। (প্রতীকী ছবি)
advertisement
advertisement
advertisement