TRENDING:

শিক্ষক বদলি প্রক্রিয়া স্বচ্ছ করতে নয়া নীতি আনছে সরকার

Last Updated:

শিক্ষকদের বদলি প্রক্রিয়া সহজ করতে সদর্থক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এদিনের ঘোষণায় হাসি ফুটতে চলেছে রাজ্যের লক্ষাধিক শিক্ষকদের মুখে ৷ শিক্ষকদের বদলি প্রক্রিয়া সহজ করতে সদর্থক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার ৷
advertisement

রবিবার প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে শিক্ষামন্ত্রী যোগ দিতে এসে বলেন, শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার ৷ এবার থেকে বদলির ক্ষেত্রে উপযুক্ত শূন্যপদ থাকলে ওই জেলার বাসিন্দা মহিলাদের বদলির আর্জিকে প্রাধান্য দেওয়া হবে ৷ শিক্ষিকাদের বদলির পরই শিক্ষকদের আর্জি বিবেচিত হবে ৷

advertisement

অন্যদিকে, কাজে যোগ দেওয়ার ৫০ দিনের মধ্যেই নিজের সুবিধা মতো জেলায় বদলির আবেদন করে ফিরতে চান অনেকে ৷ সেই দিকেও নজর রাখবে শিক্ষা দফতর ৷

প্রাথমিক শিক্ষকের বদলি নিয়ে প্রশ্ন করলে বিষয়টি ব্যাখা করে শিক্ষামন্ত্রী বলেন, নতুন প্রাথমিক শিক্ষকরা অনেকেই শূন্যপদ বেশি থাকার জন্য নিজের জেলা ছেড়ে অন্য জেলা থেকে আবেদন করেছিলেন ৷ কাউন্সেলিংয়ের পর আবেদন করা জেলার স্কুলেই পোস্টিং পেয়েছে ৷ এসব ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, চাকরিতে যোগ দিয়েই অনেকে পোস্টিং বদলাতে চান ৷ তাতে অস্থিরতা-বিশৃঙ্খলা তৈরি হয় নিয়োগে ৷ সেই প্রবণতা আটকাতেই চলতি নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে শিক্ষকরা স্থিতু হওয়া পর্যন্ত বদলির আবেদন করা যাবে না ৷

advertisement

আরও পড়ুন

শুধু পরীক্ষায় পাশ নয়, শিক্ষকপদে নিয়োগের জন্য দরকার আরও এক ‘সার্টিফিকেট’

একইসঙ্গে নব নিয়োজিত প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে পার্থ চট্টোপাধ্যায়ের হুঁশিয়ারি, ‘কোনও দাদা বা বড় কাউকে’ ধরেও বদলি হবে না ৷

অন্যদিকে, বদলির এই জটিল প্রক্রিয়াকে সরল করতে ইতিমধ্যেই একটি পদক্ষেপ নিয়েছে সরকার ৷ বিধানসভায় পেশ হওয়া সংশোধন অনুসারে এবার থেকে শিক্ষকদের বদলির ক্ষমতা দেওয়া হল মধ্যশিক্ষা পর্ষদের হাতে ৷ এর ফলে শিক্ষকদের বদলি প্রক্রিয়া অনেক সহজ হবে ৷ এতদিন শিক্ষকদের বদলির সিদ্ধান্ত ছিল পরিচালন সমিতি হাতে ৷ এবার থেকে সেই সিদ্ধান্ত নেবে মধ্যশিক্ষা পর্ষদ ৷ এর ফলে রাজনীতির সঙ্গে সঙ্গে স্বজনপোষণের সমস্যাও কমবে বলে মনে করছেন শিক্ষামন্ত্রী ৷

advertisement

এদিন পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, শিক্ষক বদলিও করবে পর্ষদ ৷ পরিচালন সমিতি আর বদলি করবে না ৷ শিক্ষিকাদের অনেক সময় অনেক অসুবিধা থাকে ৷ পরিচালন সমিতির বিরুদ্ধে অনেক সময় বদলির আবেদন আটকে রাখার অভিযোগ উঠেছে ৷ মিউচুয়াল বা সাধারণ বদলি চালু থাকবে ৷’

এখানেও শেষ নয় ৷ এদিন শিক্ষামন্ত্রীর কথায় শিক্ষক বদলি প্রক্রিয়ার একাধিক সংস্কারের ইঙ্গিত মিলল  ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
শিক্ষক বদলি প্রক্রিয়া স্বচ্ছ করতে নয়া নীতি আনছে সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল