TRENDING:

দমদম স্টেশনে ঢোকার আগে আর দাঁড়াবে না ট্রেন, এল নতুন প্রযুক্তি

Last Updated:

ট্রেনে বসে সিগন্যালে আটকে হা-পিত্যেশ। রেলের ডেইলি প্যাসেঞ্জারদের কাছে এটা রোজকার ঘটনা। দমদম জংশনে সিগনালিং এ আটকে থেকে ধৈর্যচ্যুতি হওয়ার উপক্রম। ভোগান্তি কমাতে কম চেষ্টা হয়নি। কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি তেমন ৷ জমি না মেলায় বাতিল হয়েছিল উড়ালপুলের পরিকল্পনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ট্রেনে বসে সিগন্যালে আটকে হা-পিত্যেশ। রেলের ডেইলি প্যাসেঞ্জারদের কাছে এটা রোজকার ঘটনা। দমদম জংশনে সিগনালিং এ আটকে থেকে ধৈর্যচ্যুতি হওয়ার উপক্রম। ভোগান্তি কমাতে কম চেষ্টা হয়নি। কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি তেমন ৷ জমি না মেলায় বাতিল হয়েছিল উড়ালপুলের পরিকল্পনা।
advertisement

শেষ বিকল্প হিসাবে এবার এল নয়া প্রযুক্তি ৷ দমদম জংশনে বদল হচ্ছে রুট ৷ ৩ মিনিটের পরিবর্তে ট্রেন দাঁড়াবে মাত্র ৫০ সেকেন্ড। রুট রিলে ইন্টারকলিং সিস্টেমে আনা হবে বদল ৷ লোকাল থেকে এক্সপ্রেস, গাড়ির ভিড়ে রেল লাইনে ট্রাফিক জ্যাম রোজের ঘটনা ৷ রেলের দাবি, নতুন এই সিস্টেমে এই সমস্যার সমাধান হবে ৷

advertisement

আরও পড়ুন:পুরী-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে ট্রেনের খাবার খেয়ে অসুস্থ ৪০জন যাত্রী

ট্রেন যাতায়াতে উড়ালপুলের পরিকল্পনা হয়েছিল প্রথমে ৷ এই পরিকল্পনা কার্যকরী হলে বনগাঁ শাখার আপ ও ডাউন ট্রেন উড়ালপুলের ওপর দিয়ে যেত ৷ দমদম স্টেশনে ঢোকার প্রয়োজন হত না ৷ তবে জমি না মেলায় অভাবে বাতিল হয় পরিকল্পনা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নতুন এই প্রযুক্তিতে টেবল পাতা হবে লাইনের নীচে ৷ এই প্রযুক্তি কার্যকর হয়ে গেলে সর্বাধিক মাত্র ৫০ সেকেন্ড সিগল্যালে আটকাতে পারে ট্রেন ৷ রেল সূত্রে খবর, জুলাই মাস থেকেই শুরু হবে এি কাজ ৷ এখন টেন্ডার প্রক্রিয়া চলছে ৷ কাজ শুরু হলে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে ৷ নতুন ব্যবস্থাতে দুর্ভোগ পুরোপুরি না কমলেও অনেকটাই কমবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
দমদম স্টেশনে ঢোকার আগে আর দাঁড়াবে না ট্রেন, এল নতুন প্রযুক্তি