২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সমস্ত নির্বাচনে সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। এর পিছনে একটা বড় অংশ মহিলা ভোট। তৃণমূল কংগ্রেসের মহিলা ভোটে ভাঙন ধরানোর চেষ্টা করেছে বিরোধীরা, এমনটা অভিযোগ ছিল। কিন্তু মহিলা ভোট ধরে রাখতে পেরেছে শাসক দল।
আরও পড়ুন – Earthquake In Kabul: মধ্যরাত-সকলে গভীর ঘুমে, মুসলিম দেশে এল জ্বলজ্বলা! প্রাণ ভয়ে দৌড়তে লাগল লোক
advertisement
বিধানসভা ভোটের আগে হাতে সময় মাত্র আট মাস। মহিলা সংগঠনে তাই জোর দিচ্ছে শাসক দল। আর সেই কারণেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ বা রাজনৈতিক কৌশলকে নানান কর্মসূচির মধ্যে দিয়ে রাজনৈতিক কর্মসূচির আকারে নিয়ে আসছে শাসক দল। রাজনৈতিক মহলের মতে, মহিলাদের পাশেই আছি, এই বার্তা পুরোপুরি তুলে ধরতে চায় শাসক দল।দলের এই কর্মসূচি প্রসঙ্গে চন্দ্রিমা বলেন, ‘‘বাংলায় নারী ক্ষমতায়নে মুখ্যমন্ত্রী অনবদ্য ভূমিকা নিয়েছেন। তাঁর সেই ভুমিকার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমরা এই কর্মসূচি করব।’’
ইতিমধ্যেই এই বিষয়ে মহিলা সংগঠনের সকলে সভা করেছেন। তৃণমূলের ৩৫ সাংগঠনিক জেলায় হবে একটি করে সভা। পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া দিয়ে শুরু হবে এই রাজনৈতিক কর্মসূচী।গোটা দেশে নারীর ক্ষমতায়নে ‘এগিয়ে’ বাংলা। রাজ্যের ক্ষমতায় নারীশক্তি থেকে শুরু করে সংসদে রেকর্ড সংখ্যক মহিলা জনপ্রতিনিধির উপস্থিতি। মহিলা ভোট এই রাজ্যে ফ্যাক্টর। তাই নয়া স্লোগান নিয়েই ময়দানে তৃণমূল কংগ্রেস। পুরোদস্তুর বিধানসভা ভোটের প্রস্তুতিতে।
ABIR GHOSHAL