হাসপাতাল সূত্রে খবর, এনআরএস হাসপাতালে প্রবেশ নিয়ন্ত্রণে ডিজিটালাইজড কিউআর কোড যুক্ত আই কার্ড চালুর সিদ্ধান্ত নিল কতৃপক্ষ। ডিজিটালাইজ কিউ আর কোড যুক্ত পরিচয়পত্র বাধ্যতামূলক করা হল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সকলের জন্য।
advertisement
অপারেশন থিয়েটার হোক বা আউটডোর, সমস্ত জায়গায় পরতে হবে এই আই কার্ড। এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের তরফ থেকে জারি হল নির্দেশিকা।
সূত্র মারফত আরও জানা গিয়েছে, প্রিন্সিপাল,সুপার থেকে শুরু করে সমস্ত চিকিৎসক হাসপাতালের কর্মীদের কিউ আর কোড যুক্ত ডিজিটালাইজ আই কার্ড পরতে হবে। গত বেশ কিছুদিন ধরে এন আর এস হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বহিরাগতদের প্রবেশ হচ্ছিল।
একের পর এক চুরির ঘটনা ঘটার পরেই এই সিদ্ধান্ত। চিকিৎসক নার্স ডাক্তারি পড়ুয়াদের মোবাইল মানি ব্যাগ চুরি যাচ্ছিল। হাসপাতালের দুর্মূল্য যন্ত্রপাতি খোয়া যাচ্ছিল বলেই খবর। তা ঠেকাতেই এই বিশেষ পদক্ষেপ।