এর মাধ্যমে সরকারী পরিচয় সংক্রান্ত তথ্য থাকবে ৷ পাশাপাশি, গণবণ্টন বহির্ভূত গার্হস্থ্য সামগ্রীর ক্ষেত্রে বেশকিছু ছাড় পাওয়া যাবে ৷ খাদ্য দফতর সূত্রে খবর, আগামী ৫ নভেম্বর থেকে এই নতুন রেশ কার্ডের জন্য আবেদনপত্র জমা নেওয়া হবে ৷ আবেদনপত্র অনলাইনেও জমা দেওয়া যাবে ৷
এক্ষেত্রে www. wbpds.gov.in ওয়েবসাইটে গিয়ে ১০ নম্বর ফর্ম পূরণ করতে হবে ৷ সেই ফর্ম রেশন দোকান, খাদ্য দফতর, বিডিও অফিস, পুরসভার অফিসে জমা দেওয়া যাবে। আবেদন করার ৩০ দিনের মধ্যে ডিজিটাল রেশন কার্ডের হার্ড কপি চলে আসবে। বাতিল হয়ে যাবে পুরনো রেশন কার্ডটি। যদিও চাল, কেরসিন, গম পাওয়া যাবে না এই রেশন কার্ডে ৷ তবে ভর্তুকিহীন তেল, মসলা, টুথপেস্ট, সাবান ইত্যাদি কেনা যাবে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 21, 2019 6:58 PM IST