TRENDING:

Kolkata: একরাতের বৃষ্টিতেই জলের তলায় কলকাতা! ফের বৃষ্টি হলে...এবার বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল রাজ্য

Last Updated:

Kolkata: আবহাওয়ার বিরূপ অবস্থায় ফের সিঁদুরে মেঘ দেখছে শহরবাসী। জল জমে যাওয়ার সমস‍্যার স্থায়ী সমাধানে এবার নতুন পাম্পিং স্টেশনে তৈরির সিদ্ধান্ত রাজ‍্যের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পুজোর আগেই জলযন্ত্রণায় জর্জরিত কলকাতা। এক রাতের প্রবল বর্ষণে গোটা শহর জমে চরম দুর্ভোগের পরিস্থিতি তৈরি হয়। মঙ্গলবারের জলমগ্ন দশা কাটিয়ে বুধবার খানিক ছন্দে ফিরেছে শহর। তবে, আবহাওয়ার বিরূপ অবস্থায় ফের সিঁদুরে মেঘ দেখছে শহরবাসী। পুজোয় বৃষ্টি হলে কী হবে? জল জমে যাওয়ার সমস‍্যার স্থায়ী সমাধানে এবার নতুন পাম্পিং স্টেশনে তৈরির সিদ্ধান্ত রাজ‍্যের।
একরাতের বৃষ্টিতেই জলের তলায় কলকাতা! ফের বৃষ্টি হলে...এবার বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল রাজ্য
একরাতের বৃষ্টিতেই জলের তলায় কলকাতা! ফের বৃষ্টি হলে...এবার বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল রাজ্য
advertisement

চারটে নতুন পাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে বলেই জানা গিয়েছে। পাশাপাশি বাগজোলা খালের আউটফলে কুলটি পাম্প হাউসের ক্ষমতা বাড়ানোর কাজ চলছে। এই স্টেশনের ২৪০০ কিউসেক ক্ষমতা বাড়ানোর কাজ চলছে বলেই সূত্রের খবর। প্রফুল্ল কানন এলাকায় যেখানে ক্যান্টনমেন্ট খাল বাগজোলা খালে মিশেছে, সেখানেই ২০০ কিউসেক ক্ষমতাসম্পন্ন নতুন পাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে রাজ‍্যের।

advertisement

আরও পড়ুন: চারদিকে জল থইথই, পুজোতেও বৃষ্টি! পকেটের ফোন ভিজে গেলে কী করবেন? ৫ টিপস শিখে নিন, মোবাইলের ভেতর থেকে টেনে বের করবে জল

চরিয়ালে মূল চরিয়াল, গঙ্গা সংযোগস্থল ১০৬০ কিউসেক মহিষঘাট সেতুর কাছে চরিয়াল মূল খালের মাঝামাঝি ১৫৯০ কিউসেক, চৌভাগায় TP খাল ৪০০ কিউসেক বেগোর খাল ও মণিখালি খালের সংযোগস্থলে গোপালপুর খালের কাছেও নতুন পাম্পিং স্টেশনগুলি খোলার সিদ্ধান্ত। পরবর্তীতে বৃষ্টিতে শহরবাসীর ভোগান্তি কমাতেই এই সিদ্ধান্ত।

advertisement

আরও পড়ুন: ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং…চেনা গণ্ডি ছাড়ুন! ২০৫০ সালের মধ‍্যে ভারতে এই ৭ চাকরিই ‘ভবিষ‍্যত্‍’, বেতন হবে কোটিতে, কোন কোর্স পড়তে হবে? সময় থাকতে জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
এবার পুজো মণ্ডপেও নিজের খেলা দেখাবে 'এআই'! থিম শিল্পী এসেছেন বলিউড থেকে
আরও দেখুন

প্রসঙ্গত, গত সোমবার রাতের রেকর্ড বৃষ্টির পরে মঙ্গলবার কার্যত স্তব্ধ হয়ে যায় কলকাতা এবং শহরতলীর জনজীবন। সকাল থেকেই গোটা শহরে জমেছিল জল। মঙ্গলবার বিকেল থেকে পাম্পের মাধ‍্যমে জল বের করে দেওয়ায় কিছুটা উন্নতি হয় অবস্থার। জমা জলের কারণে বিদ‍্যুত্‍পৃষ্ঠ হয়ে মৃত‍্যু হয়েছে একাধিক জনের। এই পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন‍্য তত্‍পর প্রশাসন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata: একরাতের বৃষ্টিতেই জলের তলায় কলকাতা! ফের বৃষ্টি হলে...এবার বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল রাজ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল