TRENDING:

বেসরকারি বাস, মিনিবাসে নতুন ভাড়ার প্রস্তাব!‌ দেখে নিন প্রস্তাবিত বাস ভাড়ার পরিমাণ

Last Updated:

নতুন ভাড়ার কাঠামো প্রস্তাব করেছে রেগুলটরি কমিটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#‌কলকাতা:‌ বাস চলবে কি না, চললে কি দিতে হবে নতুন ভাড়া?‌ নাকি পুরনো ভাড়াতেই চলবে বাস। এই নিয়ে ক’‌দিন ধরে আলোচনার শেষ নেই। বেসরকারি বাস মালিকেরা বারবারই বলেছেন, সামাজির দূরত্ববিধি মেনে যদি বাস চালাতে হয়, তাহলে ভাড়া বাড়াতেই হবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, বাসে যত আসন তত যাত্রী নেওয়ার কথা। তাতেও ক্ষতি হওয়ার আশঙ্কায় পুরনো ভাড়াতে বাস নামাতে চাননি বেসরকারি বাস মালিকেরা। এবার সেই কারণেই নতুন করে বাসভাড়া প্রস্তাব করল রেগুলটরি কমিটি।
advertisement

বেসরকারি বাসের নতুন ভাড়ার মানদণ্ড প্রস্তাব করা হল। নতুন প্রস্তাবে বলা হয়েছে, ৫ কিলোমিটার পর্যন্ত ১০ টাকা ভাড়া, ৫-১৩ কিলোমিটার ১২ টাকা ভাড়া, ১৩-১৭ কিলোমিটার ভাড়া ১৫ টাকা ভাড়া দিতে হবে। মিনিবাসের ক্ষেত্রেও নতুন ভাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে ৪ কিলোমিটার পর্যন্ত ১২ টাকা ভাড়া, ৪-৮ কিলোমিটারে ভাড়া ১৫ টাকা, ৮-১২ কিলোমিটারে ১৬ টাকা ভাড়া দিতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নতুন ভাড়ার কাঠামো প্রস্তাব করেছে রেগুলটরি কমিটি। সেই কমিটির প্রস্তাব এবার যাবে রাজ্য সরকারের কাছে। তারপর ভাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।

বাংলা খবর/ খবর/কলকাতা/
বেসরকারি বাস, মিনিবাসে নতুন ভাড়ার প্রস্তাব!‌ দেখে নিন প্রস্তাবিত বাস ভাড়ার পরিমাণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল