আরও পড়ুনঃ চাঁদিফাটা গরমে ফুটছে ট্যাপের জল! হাত দিলে ছ্যাঁকা লাগছে? এই ৩ উপায়ে জল বেরোবে কনকনে ঠান্ডা
বিগত ২১/১১/২৩ নিউ মার্কেট পরিকাঠামো উন্নয়নের জন্য ২৬ কোটি ১৮ লক্ষ ২হাজার ৪৩ টাকা বরাদ্দ করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিযুক্ত করা হয়েছে পরিকাঠামো দেখার জন্য। ওই বিশ্ববিদ্যালয়কে কনসালটেশন ফিজ হিসেবে ৬৪ লক্ষ ২৮ হাজার ২৭১ টাকা দেওয়া হয়েছে।পরিকল্পনা দিলেই তা রূপায়ণের কাজ শুরু হবে। এই ঐতিহ্যশালী মার্কেটের হকার সমস্যা মিটিয়ে হাল ফেরানো হবে বিধানসভায় জানালেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
advertisement
আরও পড়ুনঃ হারালেন অকালেই! অভিনয়ে দর্শকের মন কাড়েন! কিন্তু আজ কী হালে দিন কাটাচ্ছেন বাহা
গত বছর, ১৫০ বছরে পা দেয় কলকাতার নিউ মার্কেট। এখনও নিউ মার্কেটে গেলে অনুভব করা যায় সেই প্রাচীন কলকাতাকে। ১৮৭৪ সালে পথ চলা শুরু হয়েছিল এই মার্কেটের। কলকাতার বহু উত্থান পতনের সাক্ষী এই মার্কেট। নামে নিউ মার্কেট। কিন্তু আদতে বয়স হয়েছে অনেকটাই। স্যার স্টুয়ার্ট হগ মার্কেট নামেও পরিচিত। ১লা জানুয়ারী ১৮৭৪ সালে শুরু হয়েছিল এই নিউ মার্কেট। বর্তমানে কলকাতা পুরসভা এই মার্কেটের দেখভাল করে। প্রায় ২৭০০ দোকান রয়েছে এখানে।