বিষয়টি হচ্ছে, কাউন্সিলার নন এমন বেশ কয়েকজনের নামও উঠে আসছে ‘হবু’ মেয়রের তালিকায় ৷ সেই কারণেই পুর আইনে সংশোধনী আনা হচ্ছে ৷ কাউন্সিলর না হয়েও যাতে কেউ মেয়র হতে পারেন, তার বন্দোবস্ত করতেই পুর আইনে সংশোধন করা হচ্ছে ৷ সূত্রের খবর, কলকাতা মিউনিসিপাল অ্যাক্টে সংশোধনী আনতে আজ বিধানসভায় বিল পেশ করা হবে ৷ মেয়র পদে কাউকে মনোনয়ন দেওয়ার পর ৬ মাসের মধ্যে মেয়র নির্বাচিত হওয়ার সুযোগ দিতেই সংশোধনী বিল ৷
advertisement
আরও পড়ুন: কোনা এক্সপ্রেসওয়েতে গ্যাস ট্যাঙ্কার-ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে মৃত ২
১৯৮০ সালে তৈরি হয়েছিল পুর আইন ৷ সেই আইনানুযায়ী, কাউন্সিলরদের মধ্যে থেকে কাউকে মেয়র হিসেবে বাছাই করতে হবে ৷ বাইরের কাউকে নির্বাচিত করা যাবে না ৷ একাধিক প্রার্থী থাকলে ভোটের মাধ্যমে মেয়র বাছাই করতে হবে ৷
শোভন বিদায়। মন্ত্রীত্ব ছাড়ার পর কলকাতার মেয়র পদ থেকেও সরতে হচ্ছে শোভন চট্টোপাধ্যায়কে। দমকল ও আবাসনমন্ত্রীর পদ থেকে ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। তখনই মেয়র পদ থেকেও শোভনকে সরার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক চরম অনিশ্চয়তার মুখে শোভন চট্টোপাধ্যায়।
প্রসঙ্গত, পুরসভার শারদ সম্মান বিতরণ অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে নাম ছিল শোভন চট্টোপাধ্যায়ের ৷ আমন্ত্রণপত্রে প্রধান অতিথি হিসেবে নাম ছিল তাঁর ৷ কিন্তু শোভনের রাজনৈতিক জীবনের টালমাটালের পর ফের নতুন করে ছাপানো হয় আমন্ত্রণপত্র ৷ নয়া আমন্ত্রণপত্র থেকে বাদ দেওয়া হয় শোভনের নাম ৷