গ্রুপ-সি অথবা গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য ২০২১ সালের ৩১ মার্চ তৃণমূল অঞ্চল সভাপতি দেবাশিষ পালকে ১০ লাখ টাকা দেন বলে মামলায় দাবি করছেন মামলাকারী। টাকা দেওয়ার ২ মাসের মধ্যে চাকরি দিতে হবে এই শর্তে টাকা দিয়েছেন বলে দাবি মামলাকারীর। তাঁর দাবি, ৩ মাস কেটে যাওয়ার পরেও কোন নিয়োগপত্র হাতে পাননি তিনি। শুধু তাই নয়, অভিযোগকারিনীর দাবি, চাপের মুখে পড়ে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন দেবাশিষ।
advertisement
আরও পড়ুন: ৬ প্রশ্ন ভুল, প্রাথমিকে দিতে হবে ২৩ দিনে ২৩ চাকরি! নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
২০২১ সালের জুলাই মাস থেকে বারংবার তার সঙ্গে সহবাস করেছেন বলে দাবি মামলাকারীর। এর ফলে চলতি বছরের মার্চ মাসে তিনি অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েন বলে অভিযোগ। মামলাকারীর দাবি, চলতি বছরের জুন মাসে বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে তার পেটে সজোরে লাথি মারে দেবাশিষ পাল। এর ফলে তার গর্ভস্থ শিশুর মৃত্যু হয়। অবশেষে, চলতি বছরের জুলাই মাসে আউশগ্রাম থানায় অভিযোগ জানান ওই মহিলা চাকরিপ্রার্থী।
আরও পড়ুন: বাংলায় আরও ৮৯ হাজার শিক্ষক নিয়োগ! বিরাট ঘোষণা মমতার, করলেন আফশোসও
কয়েকদিন পরেই চাকরিপ্রার্থী ওই মহিলা জানতে পারেন যে তার মামলা ২৮ জুলাই ২০২২ মঙ্গলকোট থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে রাজ্য পুলিশের ডিজি'র যথার্থ পদক্ষেপের আর্জি জানান তিনি। ১৬ জুলাই ২০২২ মহিলার অভিযোগের ভিত্তিতে পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানা ধর্ষণ, প্রতারণা, জোর করে গর্ভপাতের ধারায় এফআইআর রুজু করে। ১০ অগাস্ট পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা করেন অভিযোগকারিণী। ১৮ অগাস্ট বিচারপতির শম্পা সরকারের এজলাসে মামলার শুনানি হওয়ার কথা ছিল, হয়নি। বর্তমানে মামলাটি বিচারপতি রাজাশেখর মান্থা বেঞ্চে শুনানির জন্য আসবে।