TRENDING:

Covid Guidelines in Bengal: কাল থেকে বন্ধ সব সরকারি- বেসরকারি অফিস! ১৫ দিন কড়া বিধিনিষেধ রাজ্যে

Last Updated:

আগামী ৩০ মে পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আগামিকাল, রবিবার থেকে রাজ্যে ফের আরও এক দফা কড়া বিধিনিষেধ জারি হচ্ছে৷ রবিবার ভোর ৬টা থেকে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ছাড়া রাজ্যের সমস্ত সরকারি- বেসরকারি অফিস বন্ধ থাকবে৷ এর পাশাপাশি বন্ধ করা হচ্ছে আন্তঃরাজ্য বাস পরিষেবা৷ বন্ধ থাকবে ফেরি পরিষেবা৷ বন্ধ থাকবে সমস্ত স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান৷ জরুরি প্রয়োজন ছাড়া বাস, অটো, ট্যাক্সি সহ গণপরিবহণের চলাচলেও বিধিনিষেধ জারি হচ্ছে৷ তবে সকাল ১০টা থেকে বেলা ২টো পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে৷ চালু থাকবে সমস্ত অনলাইন পরিষেবা৷ আগামী ৩০ মে পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷ রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোতে পারবেন না৷
advertisement

এর পাশাপাশি আগেই রাজ্য সরকার শপিং মল, রেস্তোরাঁ, জিম, ধর্মীয় বা যে কোনও সমাবেশ বন্ধ থাকবে বলে যে নির্দেশিকা জারি করেছিল, তা বলবৎ থাকছে৷ তবে নতুন নির্দেশিকায় মুদি খানা,  মাছ. মাংসের দোকানও সকাল ৭টা থেকে বেলা ১০টা পর্যন্ত বন্ধ থাকবে৷ মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মুকুটমণিপুরে ভূত? আসল গল্প জানতে পারবেন বড়দিনে, কী ঘটছে জানলে হা হবেন!
আরও দেখুন

তবে চা বাগানগুলির ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালু রাখা যাবে৷ জুট মিলগুলি ৩০ শতাংশ কর্মী নিয়ে চালু রাখা যাবে৷ বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জন জমায়েতের অনুমতি দেওয়া হয়েছে৷ সৎকারের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ জন একত্রিত হতে পারবেন৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Covid Guidelines in Bengal: কাল থেকে বন্ধ সব সরকারি- বেসরকারি অফিস! ১৫ দিন কড়া বিধিনিষেধ রাজ্যে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল