TRENDING:

'ঘরে ঘরে নেতাজি' কর্মসূচিতে ৮০ হাজার পরিবারে পৌঁছে গেল ফরওয়ার্ড ব্লক

Last Updated:

একই সঙ্গে এই কর্মসূচি সফল করার জন্য পরিবার পিছু ১০ টাকা সাহায্য নেওয়ার কথা বলা হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নেতাজিকে সামনে রেখে সংগঠন চাঙ্গা করার কৌশল নিয়েছে ফরওয়ার্ড ব্লক। ইতিমধ্যেই যা ফলাফল তাতে উৎসাহিত দলীয় নেতৃত্ব। নেতাজির ছবি, হ্যান্ডবিল নিয়ে রাজ্যের ৫ লক্ষ পরিবারের কাছে যাওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিলো দলের পক্ষ থেকে। একই সঙ্গে এই কর্মসূচি সফল করার জন্য পরিবার পিছু ১০ টাকা সাহায্য নেওয়ার কথা বলা হয়েছিল।
advertisement

অগাস্ট মাসে নেওয়া এই কর্মসূচি আগামী বছর মার্চ মাসে শেষ করার কথা ছিল দলীয় কর্মীদের। কিন্তু একমাস ঘুরতে না ঘুরতেই ৮০ হাজার পরিবারের কাছে পৌঁছন গিয়েছে বলে দাবি নেতৃত্বের।

দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় জানিয়েছেন, “দেশের সামাজিক, অর্থনৈতিক এবং মানুষের মধ্যে যে বিভেদ এ সবটাই দূর করার কথা নেতাজি সুভাষচন্দ্র বসু তার পথ দেখিয়ে গিয়েছিলেন। সেই পথেই আমাদের এগোতে হবে। সংকটের সময় যেন হতাশা আমাদের গ্রাস না করে সুভাষচন্দ্র বসুই এই হতাশা মুক্ত করে আমাদের পথ দেখাতে পারেন। তিনি বলে গিয়েছিলেন, দেশ কিভাবে গড়ে তুলতে হবে এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হবে। সাম্প্রদায়িক ঐক্যের প্রশ্নে কি পদক্ষেপ করতে হবে। সুভাষচন্দ্র বসু সব বলে গিয়েছেন এটাই আমাদের পথ।”

advertisement

আরও পড়ুন: ট্রেনের পর প্লেন বাতিলের অভিযোগ! কেন্দ্রের বিরুদ্ধে আঙুল তুলে কটাক্ষ তৃণমূলের

তিনি আরও বলেন, “আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি। ভাল সাড়া পাওয়া যাচ্ছে। সামনের বছর পর্যন্ত এই কর্মসূচি চলবে। আমরা পাঁচ লক্ষ পরিবার টার্গেট করেছি। ভাল সাড়া পাওয়া যাচ্ছে। গরিব মানুষও দশ টাকা করে দিচ্ছেনন এই কর্মসূচি সফল করার জন্য। সুভাষচন্দ্র বসুর বিষয়ে মানুষের আগ্রহ রয়েছে। আরও আগেই কর্মসূচি করা উচিত ছিল বলেও অনেকে জানিয়েছেন। সব জেলাতেই এই কর্মসূচি চলছে। ৮০ হাজার পরিবারের আমরা ছুঁতে পেরেছি। হ্যান্ড বিল, নেতাজির ছবি দেওয়া হচ্ছে। এবং দশটি করে টাকা নেওয়া হচ্ছে এই কর্মসূচি সফল করার জন্য। ১১ অক্টোবর রাজ্যের সব জেলাতেই মিছিল করা হবে। এখনও পর্যন্ত হাটে বাজারে বাসস্ট্যান্ডে বা স্টেশনে এই হ্যান্ডবিল বিলি করার কাজ শুরু করা হয়নি। বাড়িতেই যাওয়া হচ্ছে। কর্মসূচির শেষ দিকে এটা আমরা করব। যেসব পরিবারের কাছে আমরা যেতে পারবো না সেইসব মানুষের কাছে এর ফলে পৌঁছে যাওয়া সম্ভব হবে।”

advertisement

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে সব দলই নিজেদের সংগঠন গোছানোর কাজ শুরু করে দিয়েছে। ফরওয়ার্ড ব্লকও নেতাজিকে সামনে রেখে জনসংযোগ শুরু করে দিয়েছে। কর্মসূচি শেষ হলে কলকাতায় কেন্দ্রীয় কর্মসূচি নেওয়া হবে বলে দলীয় সূত্রে খবর৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
'ঘরে ঘরে নেতাজি' কর্মসূচিতে ৮০ হাজার পরিবারে পৌঁছে গেল ফরওয়ার্ড ব্লক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল