TRENDING:

Trinamool Congress | Mamata Banerjee: পঞ্চায়েত ভোটের আগেই আত্মপ্রকাশ তৃণমূলেরর নতুন ব্যান্ডের, নাম 'জয়ী'

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে সবসময়ই জায়গা করে নেয় গান। রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান কর্মসূচিতেও তাই গান ছিল এক অবিচ্ছেদ্য অংশ। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে করা ২ দিনের ধরনা কর্মসূচিতে কার্যত অন্য মেজাজে দেখা যায় নেত্রীকে। মঞ্চে উপস্থিত শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য-সহ অন্যান্য়দের সঙ্গে একাধিক গানে গলা মেলান তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অম্বেদকরের মূর্তির পাদদেশে থাকা ধরনা মঞ্চ থেকে জন্ম নিল তৃণমূলের গানের ব্যান্ড। খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় যার নাম দিলেন জয়ী। এদিনের মঞ্চ হোক কিংবা সিঙ্গুরে জমি ফেরত দেওয়ার দাবিতে অবস্থান মঞ্চ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে সবসময়ই জায়গা করে নেয় গান। রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান কর্মসূচিতেও তাই গান ছিল এক অবিচ্ছেদ্য অংশ। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে করা ২ দিনের ধরনা কর্মসূচিতে কার্যত অন্য মেজাজে দেখা যায় নেত্রীকে। মঞ্চে উপস্থিত শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য-সহ অন্যান্য়দের সঙ্গে একাধিক গানে গলা মেলান তিনি।
advertisement

গান পর্ব চলাকালীনই কার্যত জয়ী ব্যান্ড তৈরি জন্য অডিশন নিয়ে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উপস্থিত বাবুল সুপ্রিয়, ইন্দ্রনীল সেনের সামনেই গানের অডিশন হয়ে যায় রণজয়, বিশ্বজিৎ, ঋতুপর্ণা, সাহেব, সৈকতের। জানানো হয়, রণজয় হালদার, বিশ্বজিৎ দে, ঋতুপর্ণা সিনহা, সাহেব ও সৈকত চৌধুরী – এই ৫ জনই মূলত 'জয়ী' ব্যান্ডের সদস্য। প্রসঙ্গত, এঁরাই বৃহস্পতিবার সকাল থেকে রেড রোডের মঞ্চে গিয়ে গানবাজনা করেছেন।

advertisement

আরও পড়ুন: ১ এপ্রিল থেকে আরও দামী হচ্ছে ওষুধ! কোন কোন ওষুধ আছে তালিকায় জেনে নিন আগে ভাগে

তাঁদের গান শুনেই তৃণমূল নেত্রী বলে ওঠেন, "এঁরা খুব ভাল গায়। এরপর আমাদের যখন গান হবে এদের ডেকে নিও।" এও বলেন, 'জয়ী' ব্যান্ডের প্রয়োজনীয় বাদ্যযন্ত্র কিনে দেবেন তিনি। জানান, নেত্রীর কাছে নতুন সিন্থেসাইজার আছে, সেটাও তিনি ব্যান্ডের সদস্যদের দিয়ে দেবেন।

advertisement

'জয়ী' ব্যান্ডের সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য রণজয় হালদার। তিনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এখন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের গবেষক। এবছর টানাপোড়েনের পর প্রেসিডেন্সিতে সরস্বতী পুজোয় রণজয় পৌরহিত্য করেন। এছাড়া, আরেক সদস্য বিশ্বজিৎ দাসও গবেষক। এঁদের কেউ গিটার, কেউ বা অন্য বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী। আর সেই দক্ষতাকেই এবার কাজে লাগানোর পথ প্রশস্ত করলেন তৃণমূল নেত্রী।

advertisement

আরও পড়ুন: আর ফ্রি নয়! এবার থেকে UPI পেমেন্টেও দিতে হবে বাড়তি টাকা, ১ এপ্রিল থেকে চালু নতুন নিয়ম

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বর্তমানে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রাজনৈতিক সমাবেশের শুরুতে গান পরিবেশন করেন 'পরিবর্তন' ব্যান্ড৷ দীর্ঘদিন ধরেই তাঁরা এই অনুষ্ঠান করেন। আবার ২০২১ সালের বিধানসভা ভোটের প্রচারে বারবার উঠে আসে খেলা হবে গান। দেবাংশুর গান কার্যত থিম সং হয়ে যায় ভোটের। এছাড়া, কবীর সুমনের গলায়, বাংলা নিজের মেয়েকেই চায়, এই বিষয়ের গান বারবার বিভিন্ন মঞ্চে শোনানো হয়েছিল। তবে যে ভাবে জয়ী ব্যান্ড তৈরি হল। তাতে আগামিদিনে তৃণমূল কংগ্রেসের মঞ্চে তারা জায়গা করে নেবে বলেই মনে করা হচ্ছে। পঞ্চায়েতের আগে তৃণমূলের নয়া ব্যান্ড 'জয়ী' আত্মপ্রকাশ ঘটল ধরনা মঞ্চেই।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Trinamool Congress | Mamata Banerjee: পঞ্চায়েত ভোটের আগেই আত্মপ্রকাশ তৃণমূলেরর নতুন ব্যান্ডের, নাম 'জয়ী'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল