শুক্রবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী ডঃ রমেশ পোখরিয়াল ট্যাুইট করে বলেন "বিভিন্ন পরীক্ষার্থী ও ছাত্র-ছাত্রীদের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা দিতে যেতে হবে। অসুবিধা এড়াতেই ন্যাশানাল টেস্টিং এজেন্সি কে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আপাতত নিট স্থগিত রাখা হয় মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত।" তারপরেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি ডিরেক্টর জেনারেল বিনীত যোশি একটি নির্দেশিকা জারি করে জানান" আশা করি আমরা খুব তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থাতে ফিরব। কিন্তু বর্তমান পরিস্থিতির জন্য বিভিন্ন মন্ত্রক থেকে ও বিভিন্ন বোর্ড থেকে এই পরীক্ষা নিয়ে পর্যালোচনা করার কথা বলা হচ্ছিল। এখনো পর্যন্ত ঠিক হয়েছে মে মাসের শেষ সপ্তাহে এই পরীক্ষা নেওয়া হবে। তবে নির্দিষ্ট দিন পরীক্ষার্থীদের জানানো হবে পুরো পরিস্থিতি বিবেচনা করে।"
advertisement
একদিকে দেশজুড়ে ক্রমশই বেড়ে চলেছে করোনাভাইরাস এ আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই ১৪ই এপ্রিল পর্যন্ত প্রধানমন্ত্রী দেশজুড়ে লকডাউন এর ডাক দিয়েছেন। কমবেশি সব রাজ্যগুলি এখন লক ডাউন করে রেখেছে। এরাজ্যে ১৫ই এপ্রিল পর্যন্ত সব স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ রাখার নির্দেশ ইতিমধ্যেই জারি হয়েছে। এদিকে আগামী ৫ই এপ্রিল থেকে শুরু হতে চলা জে ই ই মেন এর পরীক্ষা ইতিমধ্যেই স্থগিত রেখেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবার করোনাভাইরাস এর জেরে দেশের অন্যতম সর্বভারতীয় স্তরে প্রবেশিকা পরীক্ষা 'নিট' এক মাসেরও বেশি সময় পিছিয়ে গেল।
SOMRAJ BANDOPADHYAY