বৃহস্পতিবার নওশাদ ফের রাজ্য সরকারকে আক্রমণ শানিয়ে বলেন, ''ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান বদলানোর রাজনৈতিক চমক করে লাভ নেই। সরকার উন্নয়নের কাজটা করুক। আগে জানাক ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট বোর্ডের অফিসটা কোথায়?''
আরও পড়ুন: ৬ দিনে সাড়ে ৬ কোটি! দিল্লি গিয়ে মুখ খুললেন অনুব্রত মণ্ডল? বিস্ফোরক তথ্য প্রকাশ্যে
নওশাদের দাবি, ''একটা শ্বেতপত্র প্রকাশ করে উন্নয়নের খতিয়ান দিক সরকার। আমার সঙ্গে রাজনীতির বাইরে কারও খারাপ সম্পর্ক নয়। আমি বিরোধী দল করেও চাই আগে উন্নয়ন হোক।'' এর আগে বিধানসভায় বাজেট অধিবেশেনর দ্বিতীয় পর্বে কেন স্বরাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হচ্ছে না, তা নিয়ে সরব হয়েছেন নওশাদ।
advertisement
আরও পড়ুন: মানুষের মাথার এত খুলি! কলকাতায় তান্ত্রিকের বাড়িতে কোন রহস্য? আঁতকে উঠেছে এলাকা
ভাঙড়ে ভাঙচুর হওয়া সেই কালো স্করপিও নিয়েই এদিন বিধানসভায় হাজির হলেন নওশাদ সিদ্দিকি। প্রেসিডেন্সি জেল থেকে ৪২ দিনের মাথায় গত শনিবার মুক্তি পেয়েছিলেন আইএসএফ বিধায়ক। বিধানসভায় সোমবার বাজেট অধিবেশেনর দ্বিতীয় পর্বে নির্দিষ্ট সময়েই হাজির হন তিনি। আইএসএফ-এর প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে ভাঙড়ের হাতিশালায় নওশাদের গাড়ি ভাঙচুর হয়েছিল। এবার সেই গাড়ি নিয়ে ভিন রাজ্যেও হাজির হবেন নওশাদ।