TRENDING:

Nawsad Siddique: বিধানসভায় বেনজির দৃশ্য! মমতার সঙ্গে 'আলাদা' করে কথা নওশাদের! জল্পনা তুঙ্গে

Last Updated:

Nawsad Siddique: এদিনই বিধানসভায় ১৮৫ রুল অনুযায়ী বঙ্গভঙ্গের প্রচেষ্টার বিষয়ে প্রস্তাব পেশ করা হয়। সেই আলোচনায় অংশ নেন RSMP বিধায়ক ন‌ওশাদ সিদ্দিকী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে আলাদা করে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভা অধিবেশনে ঘটল এই ঘটনা। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই মন্ত্রী ফিরহাদ হাকিম এসে ডেকে নিয়ে যান নওশাদকে। তারপরেই আলাদা করে হাউজের বাইরে নওশাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। ওই সাক্ষাৎ ঘিরে জল্পনা ছড়ালেও নওশাদ পরে বলেন, “ফুরফুরা শরীফের একটা কাজ ছিল। উনি তা করে দিয়েছেন। একান্ত ব্যক্তিগত বিষয়ে আলোচনা হয়েছে। এর সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই।”
বেনজির ঘটনা
বেনজির ঘটনা
advertisement

উল্লেখ্য, এদিনই বিধানসভায় ১৮৫ রুল অনুযায়ী বঙ্গভঙ্গের প্রচেষ্টার বিষয়ে প্রস্তাব পেশ করা হয়। সেই আলোচনায় অংশ নিয়ে RSMP বিধায়ক ন‌ওশাদ সিদ্দিকী বলেন, ”আমি প্রথমেই বলি নীতিগতভাবে কোনও ভাবেই বাংলা ভাগ মেনে নেওয়া যায় না, বাংলা ভাগ করা যায় না। তবে একটা কথা মনে করিয়ে দেব, যে অনন্ত মহারাজ গ্রেটার কোচবিহারের দাবি তুলেছিলেন, সেই অনন্ত মহারাজের বাড়িতে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী গিয়েছিলেন। এটা কী ইঙ্গিত করে?”

advertisement

আরও পড়ুন: দু’ দফায় নিহত ৩০০, পদত্যাগের দাবি! চাপের মুখেও কঠোর অবস্থান, কী করবেন হাসিনা?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নওশাদের সংযোজন, ”দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গ পিছিয়ে রয়েছে। কলকাতার পিজি হাসপাতালের মতো উন্নত মানের হাসপাতাল উত্তরবঙ্গে দেওয়ার প্রয়োজন আছে। চিকিৎসা পরিষেবার মান কলকাতার থেকে অনেক পিছিয়ে আছে। দুঃখের বিষয়, ১৭ বার চা বাগানের মালিক, শ্রমিক ও সরকার পক্ষ মিটিং করলেও এখনও চা শ্রমিকদের ন্যুনতম মজুরি ঠিক করা সম্ভব হল না। পরিশেষে বলি, আমি বঙ্গভঙ্গের প্রচেষ্টার বিরুদ্ধে।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Nawsad Siddique: বিধানসভায় বেনজির দৃশ্য! মমতার সঙ্গে 'আলাদা' করে কথা নওশাদের! জল্পনা তুঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল