TRENDING:

আবারও খারিজ জামিনের আবেদন, ফের পুলিশ হেফাজতে নওশাদ

Last Updated:

 নিউ মার্কেট অশান্তি মামলায় নওশাদকে পুলিশি হেফাজতের নির্দেশ৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অর্পিতা হাজরা, কলকাতা: ফের নওশাদের জামিনের আবেদন খারিজ৷ ধর্মতলায় অশান্তির ঘটনায় বুধবার চার্জশিট পেশ করে কলকাতা পুলিশ। অভিযুক্ত বিধায়ক নওশাদ সিদ্দিকীর আইনজীবী বিকাশরঞ্জন  ভট্টাচার্য এদিন জামিনের আবেদন করেন আদালতে। তবে তাতে কোনও লাভ হয়নি৷ প্রিজন ভ্যান থেকে নামার সময় নওশাদ বললেন, ‘আমার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও প্রমাণ দেখাতে পারবে না। যা চলছে, তা হেনস্থা ছাড়া আর কিছুই নয়।’
 নওসাদ সিদ্দিকী। ফাইল ছবি
নওসাদ সিদ্দিকী। ফাইল ছবি
advertisement

অভিযুক্তের আইনজীবীর বক্তব্য, 'তদন্ত শেষ। ফলে চার্জশিট জমা করেছে পুলিশ। চার্জশিটে ৩০৭ ধারার উল্লেখ আছে, যা ঘটনাস্থলে ঘটেনি। এই মামলায় কাউকে আটকে রাখার মানে নেই, যদি না রাজনৈতিক কারণ থাকে।' নওশাদের অপর এক আইনজীবী বলেন, 'নওশাদের বিরুদ্ধে আগে কোনও কেস নেই। অকারণে জেলে থাকতে হচ্ছে।' পাল্টা সরকারি আইনজীবী অভিজিৎ চট্টোপাধ্যায় বলেন, 'চার্জশিট জমা পড়েছে। আঘাত না থাকলেও ৩০৭ দেওয়া যায়।' ফের অভিযুক্তের আইনজীবীর বিকাশরঞ্জন ভট্টাচাৰ্য  বলেন, 'একই দিনে একই ঘটনা তাও এতদিন পর মনে হল, পুলিশ কী ঘাস কাটছিল?' সরকারি আইনজীবী অভিজিৎ মুখোপাধ্যায় পাল্টা বলেন , 'অন্যান্য মামলায়  পুলিশ হেফাজতে ছিলেন তাই নিতে পারিনি।  ঘাস তো মাঠে বাড়েনি। ফলে কী করে ঘাস কাটবে? ফলে তদন্ত করেছে পুলিশ। মামলার ডেভেলপমেন্টের জন্য নিউ মার্কেটে নেওয়া প্রয়োজন।'

advertisement

আরও পড়ুন: সাগরদিঘি উপনির্বাচনে সংখ্যালঘু ভোটকেই হাতিয়ার করতে চাইছে বিজেপি

দু পক্ষের সওয়াল জবাব শুনে বিচারক সৌনক মুখোপাধ্যায় নিউ মার্কেট মামলায় নাওসাদ সিদ্দিকীর ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন। বাকি ৫ জনের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আসমা খাতুন  ৫০০০ টাকা বন্ডে জামিন পান৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

গত ২১ ফেব্রুয়ারি ভাঙড়ে পতাকা লাগানোকে কেন্দ্র করে হিংসা ছড়ায় ভাঙড়ে। তার উত্তাপ এসে পড়ে রাজ্যের রাজধানী কলকাতার ধর্মতলাতেও। আইএসএফ সমর্থকদের নিয়ে এসপ্লানেড চত্বরে জড়ো হন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। পুলিশ বাধা দিতে গেলে বেঁধে যায় ধুন্ধুমার কাণ্ড। ঘায়েল হন একাধিক পুলিশকর্মী। ঘটনায় নওশাদ সহ ১৩ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
আবারও খারিজ জামিনের আবেদন, ফের পুলিশ হেফাজতে নওশাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল