তবে যেহুতু নেসাল ভ্যাক্সিন, তাই সকলের কাছেই কবে থেকে এই ভ্যাক্সিন দেওয়া হবে সে নিয়ে প্রশ্ন উঠেছে। তারজন্য কেন্দ্র সরকারের তরফ থেকে জানা গিয়েছে, ইনকোভ্যাক দেওয়া শুরু হবে জানুয়ারি মাসের চতুর্থ সপ্তাহ থেকে। কোউইন অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে স্লট বুক করে এই ন্যাসাল ভ্যাক্সিন নেওয়া যাবে। ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ হিসেবে দেওয়া হবে এই টিকা। দুবার করে চার ফোঁটা এই ড্রপ দিতে হবে। এই ভ্যাক্সিন দুই থেকে ৮ ডিগ্রি তাপমাত্রাতে রাখা যাবে। সংস্থার একজিকিউটিভ চেয়ারম্যান কৃষ্ণা এল্লা বলেন, “যে লক্ষ্য নিয়ে আমরা এগচ্ছিলাম, তা সফল হল। কোভ্যাক্সিনের পর ইনকোভ্যাকও তৈরি করলাম আমরা।”
advertisement
এটি হল প্রথম ইন্ট্রা-নেসাল ভ্যাক্সিন। এই ভ্যাক্সিনের তৃতীয় দফার ট্রায়াল হয়েছিল দেশের ১৪ টি জায়গায়। দেশে যখন কোভিড ভয়াবহ আকার নিয়েছিল, সেই সময় থেকেই নাকে দেওয়ার এই টিকার প্রস্তুতি শুরু করেছিল ভারত বায়োটেক। যাঁরা আগে কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের দু’টি টিকাই নিয়েছেন, তেমন কয়েক জনের উপর বুস্টার টিকা হিসাবে ইনকোভ্যাক-এর পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে এই টিকা তৈরি হয়েছে। তবে এই টিকা তৈরি, নিরাপত্তা, পরীক্ষামূলক প্রয়োগ-সহ বাকি পদ্ধতির দায়িত্ব ছিল ভারত বায়োটেকের হাতেই।