TRENDING:

জানুয়ারি মাসেই কোভিডের নেসাল ভ্যাক্সিন আসতে চলেছে বাজারে

Last Updated:

Gst বাদে ভ্যাকসিনের দাম ৮০০ টাকা। এর সঙ্গে যোগ হবে পাঁচ শতাংশ জিএসটি এবং হাসপাতালের পরিষেবা কর ১৫০ টাকা, সবমিলিয়ে টিকার দাম হবে প্রায় হাজার টাকার কাছাকাছি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষিত থাকতে একাধিক  ব্যবস্থা কেন্দ্র সরকারের। ভ্যাকসিনের উপর জোর দিচ্ছে বিশেষজ্ঞ মহল। ইতিমধ্যেই ভারত বায়োটেকের নেসাল ভ্যাক্সিন অনুমোদন পেয়েছে। এবার সেই ইন্ট্রা নেসাল ভ্যাকসিন ইনকোভ্যাক-এর দাম নির্ধারণ করল কেন্দ্র। Gst বাদে ভ্যাকসিনের দাম ৮০০ টাকা। এর সঙ্গে যোগ হবে পাঁচ শতাংশ জিএসটি এবং হাসপাতালের পরিষেবা কর ১৫০ টাকা, সবমিলিয়ে টিকার দাম হবে প্রায় হাজার টাকার কাছাকাছি। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলিকে টিকা দেওয়া হবে ৩২৫ টাকায়।
advertisement

তবে যেহুতু নেসাল ভ্যাক্সিন, তাই সকলের কাছেই কবে থেকে এই ভ্যাক্সিন দেওয়া হবে সে নিয়ে প্রশ্ন উঠেছে। তারজন্য কেন্দ্র সরকারের তরফ থেকে জানা গিয়েছে, ইনকোভ্যাক দেওয়া শুরু হবে জানুয়ারি মাসের চতুর্থ সপ্তাহ থেকে। কোউইন অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে স্লট বুক করে এই ন্যাসাল ভ্যাক্সিন নেওয়া যাবে।  ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ হিসেবে দেওয়া হবে এই টিকা। দুবার করে চার ফোঁটা এই ড্রপ দিতে হবে। এই ভ্যাক্সিন  দুই থেকে ৮ ডিগ্রি তাপমাত্রাতে রাখা যাবে। সংস্থার একজিকিউটিভ চেয়ারম্যান কৃষ্ণা এল্লা বলেন, “যে লক্ষ্য নিয়ে আমরা এগচ্ছিলাম, তা সফল হল। কোভ্যাক্সিনের পর ইনকোভ্যাকও তৈরি করলাম আমরা।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আড়াই বছরের শিশুর কাণ্ড বিজ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে! কীভাবে এমন সম্ভব?
আরও দেখুন

এটি হল প্রথম ইন্ট্রা-নেসাল ভ্যাক্সিন। এই ভ্যাক্সিনের তৃতীয় দফার ট্রায়াল হয়েছিল দেশের ১৪ টি জায়গায়। দেশে যখন কোভিড ভয়াবহ আকার নিয়েছিল, সেই সময় থেকেই নাকে দেওয়ার এই টিকার প্রস্তুতি শুরু করেছিল ভারত বায়োটেক। যাঁরা আগে কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের দু’টি টিকাই নিয়েছেন, তেমন কয়েক জনের উপর বুস্টার টিকা হিসাবে ইনকোভ্যাক-এর পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে এই টিকা তৈরি হয়েছে। তবে এই টিকা তৈরি, নিরাপত্তা, পরীক্ষামূলক প্রয়োগ-সহ বাকি পদ্ধতির দায়িত্ব ছিল ভারত বায়োটেকের হাতেই।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
জানুয়ারি মাসেই কোভিডের নেসাল ভ্যাক্সিন আসতে চলেছে বাজারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল