TRENDING:

Narendra Modi not to attend BGBS: মমতার আমন্ত্রণ রক্ষা করলেন না মোদি, বাণিজ্য সম্মেলনে আসছেন না প্রধানমন্ত্রী

Last Updated:

আগামী ২০ এপ্রিল থেকে নিউ টাউনে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হওয়ার কথা৷ অনেকদিন আগে থেকেই এই সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল রাজ্য সরকার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মমতার অনুরোধ রাখলেন না মোদি৷
মমতার অনুরোধ রাখলেন না মোদি৷
advertisement

সূত্রের খবর, গত সপ্তাহের শেষ দিকেই প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে এ বিষয়ে রাজ্য প্রশাসনকে অবহিত করা হয়েছিল৷ বিশেষ কারণ বশত প্রধানমন্ত্রী রাজ্য সরকারের শিল্প সম্মেলনে উপস্থিত থাকতে পারবেন না বলে সেই বার্তায় জানানো হয়েছিল৷ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আমন্ত্রণ পত্রে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ে উপদেষ্টা অমিত মিত্রের নামও রয়েছে৷

advertisement

আরও পড়ুন: সেই সিঙ্গুরেই তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ, সমবায় সমিতি দখলে রেখে দিল বামেরা

প্রসঙ্গত, আগামী ২০ এপ্রিল থেকে নিউ টাউনে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হওয়ার কথা৷ অনেকদিন আগে থেকেই এই সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল রাজ্য সরকার৷ সেই মতো কয়েকমাস আগেই দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীকে এই সম্মেলনে হাজির থাকার জন্য অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী৷ নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী তাঁর আমন্ত্রণ গ্রহণ করেছেন৷ শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী আমন্ত্রণ রক্ষা করছেন না৷

advertisement

আরও পড়ুন: ত্রিপুরার চার কেন্দ্রে উপনির্বাচন, লড়বে তৃণমূল? ইঙ্গিত দিলেন সুস্মিতা দেব

প্রধানমন্ত্রী এলে যে এই বাণিজ্য সম্মেলনের জৌলুস অনেকটাই বাড়ত, তা বলার অপেক্ষা রাখে না৷ কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী রাজ্য সরকারের আয়োজিত শিল্প সম্মেলনে এলে তা বঙ্গ বিজেপি-র কাছেই বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতো৷ কারণ এই শিল্প সম্মেলেনর প্রকৃত সাফল্য নিয়ে বরাবরই প্রশ্ন তুলেছে রাজ্য বিজেপি৷ এবারেও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হওয়ার দিনই বীরভূমের দেউচা পাচামিতে গিয়ে কয়লা উত্তোলন প্রকল্পের বিরুদ্ধে অবস্থানকারী সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

কয়েক দিন আগেই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সুকান্ত মজুমদার সহ বাংলার বিজেপি সাংসদরা৷ সূত্রের খবর, তখনই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে না আসার জন্য বঙ্গ বিজেপি-র তরফে প্রধানমন্ত্রীকে অনুরোধও করা হয়৷ ফলে, দলীয় চাপের কারণেই শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে নিজেকে সরিয়ে নিলেন কি না, সেই প্রশ্নও উঠছে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Narendra Modi not to attend BGBS: মমতার আমন্ত্রণ রক্ষা করলেন না মোদি, বাণিজ্য সম্মেলনে আসছেন না প্রধানমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল