২০১৪-র পর ব্রিগেডে সভা করবেন নরেন্দ্র মোদি। সেই সভা ঘিরে বিজেপির প্রস্তুতি তুঙ্গে। রবিবার সকালে ব্রিগেডে বৈঠক করে এসপিজি, কলকাতা পুলিশের আধিকারিক, সেনা। ছিলেন স্বাস্থ্য দফতরের কর্তারাও। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে বৈঠক। এরপর মাঠ ঘুরে দেখেন তাঁরা। মঞ্চের খুঁটিনাটিও খতিয়ে দেখে এসপিজি।
ব্রিগেডে তৈরি হচ্ছে তিনটি মঞ্চ। মূল মঞ্চে থাকবেন নরেন্দ্র মোদি। একটি মঞ্চে থাকবেন রাজ্য ও কেন্দ্রীয় নেতারা। আর তৃতীয় মঞ্চে থাকবেন প্রার্থীরা। এছাড়াও সভায় উপস্থিত দলীয় কর্মীদের জন্য তৈরি হচ্ছে ৯টি শামিয়ানা। প্রস্তুতির কাজ খতিয়ে দেখে এসপিজি।
advertisement
এ রাজ্যে মোদির গত কয়েকটি সভায় সমস্যা তৈরি হয়েছিল। মেদিনীপুরে সভা চলাকালীন ভেঙে পড়েছিল শামিয়ানা। ঠাকুরনগরের সভায় চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। সেসব কথা মাথায় রেখেই ব্রিগেডের সভার প্রস্তুতি নিচ্ছেন বিজেপি নেতারা।
শনিবারই শিলিগুড়িতে মোদির সভার মাঠ নিয়ে জটিলতা কাটে। কাওয়াখালির শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির মাঠেই সভা চূড়ান্ত হয়। রবিবার সকাল থেকেই সেখানে চলছে তারও প্রস্তুতি। তবে মাঠের অনুমতি পেলেও ব্রিগেডের মতো তিনটি মঞ্চ ও শামিয়ানার অনুমতি এখনও মেলেনি। শুধুমাত্র দু'টি মঞ্চের অনুমতি মিলেছে।ভোটের প্রচারে একই দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে মোদির সভা সফল করাটাই এখন রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ।