আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেড ময়দানে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজক ‘অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ’। সূত্রের খবর, প্রধানমন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতি এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও লক্ষ কন্ঠে গীতা পাঠের ধর্মীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে আয়োজকদের তরফে। লাখো কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের উদ্যোক্তাদের তরফে জানা গিয়েছে, ‘আগামী ২৪ ডিসেম্বর গীতা জয়ন্তী উপলক্ষ্যে ৩ ঘণ্টার এই অনুষ্ঠানে গীতার প্রধান ৫টি অধ্যায় পাঠ করা হবে। অন্তত ১ লাখ সমবেত কন্ঠে গীতা পাঠ হবে।’
advertisement
আরও পড়ুন: রাতেই সেলে ছুটলেন ডাক্তাররা, জেলে কী হল জ্যোতিপ্রিয় মল্লিকের? মিলছে বড় খবর
ব্রিগেড দেখেছে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ। এবার সেই এই ব্রিগেডেই ধর্মীয় সমাবেশ উপলক্ষে চলছে জোর কদমে প্রস্তুতি। একদিকে যখন জানুয়ারি মাসে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে ঘটা করে, তখনই তার ঠিক আগেই কলকাতায় চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বঙ্গ পদ্ম শিবিরও হিন্দুত্ববাদী আবহ তৈরি করতে চাইছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।
আরও পড়ুন: ডায়াবেটিসকে টাটা বাই বাই বলতে চান? আয়ুর্বেদের এই টোটকাতেই করে ফেলুন বাজিমাত
এদিকে বঙ্গ বিজেপির সমস্ত স্তরের নেতারা আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কন্ঠে গীতা পাঠের অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যেই রাজ্যজুড়ে জোর প্রচার শুরু করে দিয়েছেন।
