ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, 'গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে আমরা সকলে শোকাহত। আমাদের সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি হল। আগামী প্রজন্মও তাঁর সুরেলা কন্ঠে আবিষ্ট হবে। শোকের এই মুহূর্তে তাঁর পরিবার পরিজন ও গুণমুগ্ধদের সমবেদনা জানাই। ওঁ শান্তি।'
গতকাল রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০৷ তাঁর মৃত্যুতে গোটা দেশের সঙ্গীত জগতেই শোকের ছায়া৷
আরও পড়ুন: 'সুস্থতার দিকে যাচ্ছিলেন, আচমকাই আজ অবস্থার অবনতি', গীতশ্রীর চিকিৎসক জানাচ্ছেন...
ইতিমধ্যেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কিংবদন্তি শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে৷
প্রসঙ্গত কয়েকদিন আগেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের নাম পদ্মশ্রী সম্মান দেওয়ার জন্য চূড়ান্ত করেছিল কেন্দ্রীয় সরকার৷ যদিও সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কিংবদন্তি শিল্পী৷