TRENDING:

BJP: চলতি মাসেই রাজ্য়ে পর পর মোদি- শাহ, এখন থেকেই চব্বিশের অঙ্ক কষছে বিজেপি

Last Updated:

রাজ্য় বিজেপি-র অন্দরের খবর অনুযায়ী, চলতি মাসের শেষেই দলের প্রবাস কর্মসূচিতে অংশ নিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে থেকেই রাজ্য়ে লোকসভা নির্বাচনের জন্য় জমি তৈরি করে নিতে মরিয়া বিজেপি নেতৃত্ব। আর সেই লক্ষ্য়ে গেরুয়া শিবিরের সেই প্রধান ভরসা নরেন্দ্র মোদি এবং অমিত শাহ জুটি। বিজেপি সূত্রে খবর, আগামী এক বছরে এ রাজ্য়ে অন্তত চল্লিশটি জনসভা করতে পারেন নরেন্দ্র মোদি- অমিত শাহ জুটি।
রাজ্য়ে একাধিক সভা করতে পারেন নরেন্দ্র মোদি।  ফাইল ছবি
রাজ্য়ে একাধিক সভা করতে পারেন নরেন্দ্র মোদি। ফাইল ছবি
advertisement

রাজ্য় বিজেপি-র অন্দরের খবর অনুযায়ী, চলতি মাসের শেষেই দলের প্রবাস কর্মসূচিতে অংশ নিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিলিগুড়িতে দলীয় সভা করতে পারেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের আগে আগামী ২ মাসের মধ্যে রাজ্যে ছটি জনসভা করার কথা প্রধানমন্ত্রীর। ১৯ জানুয়ারি উত্তরবঙ্গের শিলিগুড়িত প্রধানমন্ত্রীর সভা হতে পারে বলেই বিজেপি-র অন্দরের খবর।

আরও পড়ুন: 'দিদির সুরক্ষা কবচ', পঞ্চায়েতের আগে জনসংযোগে নয়া কর্মসূচি তৃণমূলের

advertisement

একা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন, এ মাসের ১৭ তারিখেই দক্ষিণ চব্বিশ পরগণা এবং মথুরাপুরে সভা করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই দু'টি আসনই দখল করেছিল তৃণমূল। যদিও ভোটের ফলে দেখা গিয়েছিল, আরামবাগ আসনে তৃণমূলের সঙ্গে সমানে সমানে পাল্লা দিয়েছিল গেরুয়া শিবির। অন্য়দিকে দক্ষিণ চব্বিশ পরগণার অন্তর্গত মথুরাপুরেও বিজেপি-র ভোট প্রাপ্তির হার ছিল উল্লেখযোগ্য়। সে কারণেই এই দু'টি আসনকে বেছে নিয়েছে বিজেপি নেতৃত্ব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কিছুদিন আগে রাজ্য় বিজেপি দফতরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও দলের রাজ্য় নেতাদের বুঝিয়ে দিয়েছিলেন, দলের পাখির চোখ ২০২৪-এর লোকসভা নির্বাচনই। পশ্চিমবঙ্গে ২০১৯-এর থেকেও ২০২৪-এ বিজেপি-র আসমসংখ্য়া বাড়বে বলে দলের রাজ্য় নেতাদের চাপ বাড়িয়েছেন তিনি। পঞ্চায়েত ভোটকে দলের সংগঠনকে মজবুত করার জন্য়ই ব্য়বহার করার পরামর্শ দেন শাহ। সেই ২০২৪-এর দিকে লক্ষ্য় রেখে এবার রাজ্য়ে নিয়মিত মোদি-শাহের সভা আয়োজনে রাজ্য় বিজেপি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP: চলতি মাসেই রাজ্য়ে পর পর মোদি- শাহ, এখন থেকেই চব্বিশের অঙ্ক কষছে বিজেপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল