নারায়ণ দেবনাথের পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের মুন্সিগঞ্জের বিক্রমপুরে। তবে তাঁর জন্ম ১৯২৫ সালে হাওড়া জেলার শিবপুরে । ভর্তি হন ইন্ডিয়ান আর্ট কলেজের চিত্রকলা বিভাগে। সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৷ আর এই টালমাটাল সময়ের কারণে শেষ পর্যন্ত পড়াশোনা শেষ করতে পারেননি তিনি। কিন্তু তত দিনে অপার উৎসাহে রপ্ত করেছেন আঁকাআঁকির যাবতীয় কলাকৌশল আর দর্শন। কেরিয়ার শুরু প্রসাধনসামগ্রীর লোগো, মাস্টহেড আর সিনেমা কোম্পানির বিভিন্ন লিফলেটের কাজ জুটতে লাগল টুকটাক করে। কাজের মান দেখে বাজারে নাম ছড়িয়ে পড়তে মোটেই দেরি হয় না তাঁর। কিন্তু এটুকুতে সাধ ভরছিল না তাঁর ৷ নতুন কিছু করার স্বপ্ন তাঁকে ভাবিয়ে চলছিল। ভাবতে ভাবতেই হঠাৎ হাতে এসে যায় শুকতারা পত্রিকা। ব্যস, সেখানেই প্রথম তাঁর হাত থেকে সৃষ্টি হয় বাঁটুল দ্য গ্রেট ৷ তারপর একে একে নন্টে-ফন্টে ও হাঁদা ভোঁদা ৷ যা কিনা বাঙালির ছোটবেলাকে এখনও মাতিয়ে রাখে ৷
advertisement