TRENDING:

নারদকাণ্ডে সুপ্রিম কোর্টে পাল্টা ক্যাভিয়েট দাখিল দুই জনস্বার্থ মামলাকারীর

Last Updated:

নারদকাণ্ডে সুপ্রিম কোর্টে মামলা দায়ের রাজ্য ও অভিযুক্তদের ৷ পাল্টা ক্যাভিয়েট দাখিল দুই জনস্বার্থ মামলাকারীর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নারদকাণ্ডে সুপ্রিম কোর্টে মামলা দায়ের রাজ্য ও অভিযুক্তদের ৷ পাল্টা ক্যাভিয়েট দাখিল দুই জনস্বার্থ মামলাকারীর ৷ দুটি আলাদা ক্যাভিয়েট দাখিল দুই মামলাকারীর ৷ তাঁরা হলেন, ব্রজেশ ঝাঁ এবং অজয় সারেঙ্গি ৷
advertisement

এদিকে নারদকাণ্ডে মুচিপাড়া থানায় মামলার তদন্তে বিপাকে পড়েছে কলকাতা পুলিশ ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে টাকা চেয়ে হুমকি ফোনের মামলায় মুচিপাড়া থানায় তলব করা হয় ম্যাথু স্যামুয়েলকে ৷ ১৪ ও ১৫ মার্চ ম্যাথুকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নথি ও ফুটেজ জমা দিতে বলা হয় ৷ কিন্তু হাইকোর্টের নির্দেশে সেই নথি CBI নেয় ৷ মুচিপাড়া থানার তদন্ত বন্ধের মুখে ৷ এই নিয়ে থানার ওসিকে চিঠি দিয়েছেন ম্যাথু স্যামুয়েল ৷

advertisement

মুচিপাড়া থানাকে নথি দেওয়া সম্ভব নয় বলে ওসিকে জানিয়ে দিয়েছেন ম্যাথু ৷ নারদ তদন্তে ম্যাথুর গাড়ি চালক রাধাকৃষ্ণনকে তলব করা হয় ৷ আজ, সোমবার তাকে মুচিপাড়া থানায় আসতে বলা হয় ৷ কিন্তু মুচিপাড়া থানাকে চিঠি দিয়ে ম্যাথুর গাড়ির চালক জানালেন, সিবিআই তদন্ত চলছে বলে তিনি থানায় যাবেন না ৷ সব নথি ইতিমধ্যেই তিনি সিবিআইকে দিয়ে দিয়েছেন বলেও দাবি ম্যাথুর গাড়ির চালকের ৷

advertisement

কলকাতা হাইকোর্ট রায় দেওয়ার পরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, তাঁর দল ও রাজ্য সরকার সিবিআই তদন্তের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে। সেইমতো আইনমন্ত্রী মলয় ঘটককে দিল্লি পাঠিয়ে দেন মমতা। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেন দিল্লির নামজাদা আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করার জন্য। জরুরিভিত্তিতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণের পথে না গিয়ে আগে মামলা করে বিষয়টা নিয় এগোনোর সিদ্ধান্ত রাজ‍‍্য এবং অভিযুক্তদের। প্রধান বিচারপতির বেঞ্চের মনোভাব বুঝেই এই কৌশল বদল বলে মনে করা হচ্ছে। নারদকাণ্ডে আজই কলকাতা হাইকোর্টের রায়কে চ‍্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে দুই অভিযুক্ত সাংসদ এবং এক মন্ত্রী। হাইকোর্টের রায়কে চ‍্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেছে রাজ‍্য সরকারও। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো, আগামিকাল, মঙ্গলবারের মধ‍্যেই সিবিআইকে প্রাথমিক অনুসন্ধান শেষ করে পরবর্তী পদক্ষেপ করতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
নারদকাণ্ডে সুপ্রিম কোর্টে পাল্টা ক্যাভিয়েট দাখিল দুই জনস্বার্থ মামলাকারীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল