TRENDING:

Narada Scam : উদ্বেগ,উৎকণ্ঠার টানা চার রাত! কেমন আছেন চার হেভিওয়েট নেতা?

Last Updated:

এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) উডবার্ন ব্লকে ভর্তি রয়েছেন নারদ-মামলায় (Narad Scam) গ্রেফতার রাজ্যের তিন হেভিওয়েট --- মদন মিত্র (Madan Mitra), শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee), সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। উদ্বেগ,উৎকণ্ঠায় মানসিক চাপ বেড়েছে তিন জনেরই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সুব্রত মুখোপাধ্যায়ের শ্বাসকষ্টের সমস্যা থাকায় নিয়মিত নেবুলাইজার দিতে হচ্ছে। মানসিক চাপের জন্য ওঠানামা করছে রক্তচাপ। মদন মিত্রের দীর্ঘদিনের সিওপিডি সমস্যা। গত মাসে করোনা আক্রান্ত হওয়ায় ফুসফুসে সংক্রমণের প্যাচ  ধরা পড়েছে৷ প্রতিদিন চেস্ট এক্স রে করে সেই প্যাচে নজর রাখছেন চিকিৎসকরা। শোভন চট্টোপাধ্যায়ের হৃদযন্ত্রের সমস্যা। বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করা হয়েছে। বিকেলের দিকে কিছুক্ষণ ঘুমিয়েছেন তিনি। সুগারের সমস্যা থাকায় তাঁর খাবারের বিষয়ে বিশেষ সচেতন ডায়েটিশিয়ানরা।

advertisement

উল্লেখ্য, বৃহস্পতিবার তিন নেতারই ওষুধের তালিকায় কিছু পরিবর্তন করেছেন চিকিৎসকরা। শুক্রবারও তাদের একাধিক শারীরিক পরীক্ষা রয়েছে। রিপোর্ট মেলার পর আরও কিছু ওষুধ পরিবর্তন হতে পারে বলে এস এস কে এম সূত্রে জানানো হয়েছে। সকাল আটটা পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে তখনও ঘুমাচ্ছেন তিন নেতাই।

অন্যদিকে, প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, জেল হেফাজতে থাকা ফিরহাদ হাকিমের জ্বর কমেছে। রাতে বাড়ির খাবার খেয়েছেন। রাত পর্যন্ত আইনজীবীদের সঙ্গে কথাও বলেন ফিরহাদ হাকিম। আজ ফের তাঁকে পরীক্ষা করবেন জেল হাসপাতালের চিকিত্সকরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অন্যদিকে বৃহস্পতিবার নারদ মামলার (Narada case) শুনানি স্থগিত থাকলেও শুক্রবার মামলার শুনানি হতে পারে। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের (Calcutta HC) ওয়েবসাইটে নোটিস দিয়ে জানানো হয়, বিশেষ কারণে এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বসছে না। তাই নারদ মামলার শুনানি বৃহস্পতিবারের মতো স্থগিত। ফলে ধৃত চার নেতা – ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়দের জেল হেফাজত বহাল থাকে এদিনও। আজ মামলা কোন পথে যায় সেদিকে নজর থাকবে রাজ্যবাসীর।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Narada Scam : উদ্বেগ,উৎকণ্ঠার টানা চার রাত! কেমন আছেন চার হেভিওয়েট নেতা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল