সিবিআই-এর তরফ থেকে বেশ কিছু নথি জমা দেওয়া হয়নি। আজ আদালতে সেই জায়গা থেকে এই নির্দেশ দিয়েছেন বিচারক। মদন মিত্র আজ আদালতে হাজিরা দিতে আসেননি। তাঁর আইনজীবীর মাধ্যমে তিনি জানিয়েছেন, পারিবারিক কিছু কারণে তিনি আসতে পারবেন না। আদালত সূত্রে এমনই খবর।
আরও পড়ুন: আড়াই লাখ শরণার্থীর অভিভাবক, পদ্মশ্রী হিমাংশু মোহন চৌধুরীকে দেখতে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী
advertisement
প্রসঙ্গত, নারদা মামলায় এর আগে কলকাতায় ইডির বিশেষ আদালতে হাজিরার নির্দেশ ছিল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও তৃণমূল বিধায়ক মদন মিত্রের। কিন্তু আদালতে কিছুটা দেরিতে পৌঁছান দুই তৃণমূল নেতা। ততক্ষণে এজলাসে ঢুকে গিয়েছিলেন বিচারক। আর সেই কারণেই মদন মিত্র ও ফিরহাদ হাকিমকে কড়া ভাষায় ভর্ৎসনা করেছিলেন ইডি বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা। বিচারক ধমকের সুরে বলেছিলেন, ''আপনারা কি ভিআইপি হয়ে গিয়েছেন? আপনাদের জন্য কি আমাকে বসে থাকতে হবে?''
আরও পড়ুন: 'একচুলও এগোয়নি তদন্ত', শুভেন্দুর বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে মামলা! চাপ বাড়ল বিরোধী দলনেতার
উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে নারদ মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল আদালতে। প্রসঙ্গত, এদিন ফিরহাদ হাকিমের পাশাপাশি হাজিরা দিতে এসেছিলেন শোভন চট্টোপাধ্যায়ও। প্রসঙ্গত, নারদা মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে নাম জড়িয়েছিল একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের। সেই সূত্র ধরেই তদন্ত চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।