TRENDING:

জানুয়ারিতে রাজ্যে নাড্ডা! সংগঠনের প্রশ্নে তোপের মুখে পড়তে চলেছে রাজ্য বিজেপি?  

Last Updated:

২০২৪ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে  লোকসভা প্রবাস' কর্মসূচিতে রাজ্যে আসবেন নাড্ডা। সম্প্রতি, দিল্লিতে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে, রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন নাড্ডা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এবার সংগঠন নিয়ে আবার নাড্ডার তোপের মুখে পড়তে হতে পারে রাজ্য বিজেপিকে। সব ঠিকঠাক থাকলে, আগামী ৭ জানুয়ারী ২ দিনের সফরে রাজ্যে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷ কিন্তু, নাড্ডার রাজ্য সফরের আগে, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যে অঞ্চল সম্মেলনের কাজই শেষ করতে পারছে না বিজেপি।
নাড্ডার তোপের মুখে রাজ্য নেতৃত্ব?
নাড্ডার তোপের মুখে রাজ্য নেতৃত্ব?
advertisement

২০২৪ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে  লোকসভা প্রবাস' কর্মসূচিতে রাজ্যে আসবেন নাড্ডা। সম্প্রতি, দিল্লিতে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে, রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন নাড্ডা। জনসংযোগ ও স্থানীয় স্তরে আন্দোলন গড়ে তোলার পাশাপাশি কেন্দ্রের দেওয়া সময়সীমা মেনে, নিদৃষ্ট সময়ের মধ্যে সংগঠনের প্রস্তুতি সেরে ফেলতে কড়া নির্দেশ দিয়েছিলেন নাড্ডা। কিন্তু, রাজ্যে নাড্ডার সফরের আগে  তৃণমূল স্তরে সংগঠনের প্রস্তুতিই এখনও সম্পূর্ণ হয়নি।

advertisement

আরও পড়ুন: হু হু করে ঢুকবে উত্তর-পশ্চিমা বাতাস! বর্ষশেষে বঙ্গে বৃষ্টি? বুধেই ব্যাপক ভোলবদল আবহাওয়ার! জানুন আপডেট

গত শনিবার, রাজ্য দফতরে এক বৈঠকের পর পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যে তৈরি বিশেষ কমিটির চেয়ারপার্সন সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, ২৪ শে ডিসেম্বরের মধ্যে অঞ্চল সম্মেলন শেষ করার কথা ছিল। বড়দিন ও অন্যান্য কারনে তা এখনও করা যায়নি। সে কারনে, আগামী ৬ জানুয়ারির মধ্যে অঞ্চল সম্মেলন শেষ করতে বলা হয়েছে। একান্ত তা করা সম্ভব না হলে সর্বাধিক ২০ জানুয়ারির মধ্যে প্রক্রিয়া শেষ করতে হবে।

advertisement

রাজ্য কমিটির এক সদস্যের মতে, গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বুথ কমিটির ভূমিকাই প্রধান। অঞ্চল সম্মেলনের মাধ্যমে বুথ কমিটি তৈরি হওয়ার পর ব্লক সম্মেলনের মাধ্যমে পঞ্চায়েত সমিতি নির্বাচনের প্রস্তুতি শুরু হবে। অথচ,২০ শে জানুয়ারির আগে সেই অঞ্চল সম্মেলনই শেষ হচ্ছে না।

আরও পড়ুন: প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় 'বিলম্ব' আশঙ্কা? রাজ্যের রিপোর্ট তলব আদালতের

advertisement

এই পরিস্থিতিতে ৭ জানুয়ারি রাজ্যে আসছেন নাড্ডা। রাজ্যে তার ২ দিনের কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে, দলীয় সূত্রে খবর, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল স্তরে দলের সংগঠনের হাল বুঝতে রাজ্য ও জেলা নেতৃত্বের সঙ্গে কলকাতায় একটি বৈঠক করতে পারেন নাড্ডা। সেক্ষেত্রে, নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলনের কাজ শেষ করতে না পারার জন্য নাড্ডার তোপের মুখে পড়তে পারেন রাজ্য ও জেলা নেতৃত্ব।

advertisement

আরও পড়ুন: লাল টুকটুকে ফ্রকে বাবার কোলে ছোট্ট মেয়ে... কে বলুন তো? আজ টলিউডের জনপ্রিয় নায়িকা! সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন হামেশাই

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

লোকসভা ভোটে জয়  নিশ্চিত করতে, ২০১৮ র লোকসভা ভোটে সারা দেশে মোট ১৪২ টি হারা আসনকে টার্গেট করেছে বিজেপি। তার মধ্যে  বিহার, মহারাষ্ট্রের মতো এ রাজ্যেরও বেশ কয়েকটি আসন রয়েছে। যে আসনগুলি জেতানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন শাহ, নাড্ডা, রাজনাথের মতো শীর্ষ নেতৃত্ব। সেই লক্ষ্যেই অন্যান্য রাজ্যের মত এ রাজ্যেও শুরু হয়েছে কেদ্রীয় নেতাদের প্রবাস কর্মসূচি। নতুন বছরের গোড়াতেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে  নাড্ডার সফরের কারন সেটাই। রাজ্যে নাড্ডার এই প্রবাস কর্মসূচিতে কলকাতার কাছাকাছি হুগলি, উত্তর ২৪ পরগনা বা নদীয়ার মতো কোনও দুটি জেলাতেও যাবেন নাড্ডা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
জানুয়ারিতে রাজ্যে নাড্ডা! সংগঠনের প্রশ্নে তোপের মুখে পড়তে চলেছে রাজ্য বিজেপি?  
Open in App
হোম
খবর
ফটো
লোকাল