TRENDING:

Nabobarsha r Boimela: আসছে নতুন বছর, পড়ুন ও পড়ান নতুন বাংলা বই, বসেছে নববর্ষের বইমেলা

Last Updated:

Nabobarsha r Boimela: নতুন বছরে নতুন বই এর স্বাদ নিতে শুরু হচ্ছে নববর্ষের বইমেলা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : বইপ্রেমীদের জন্য সুখবর। নতুন বছরে নতুন বই স্বাদ নিতে শুরু হচ্ছে নববর্ষের বইমেলা। বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে অতিমারীর পরে আবার এ বছর আগামী ১৬ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের ঠিক পরের দিন থেকে দক্ষিণ কলকাতার তালতলা মাঠে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের উদ্যোগে আয়োজিত হতে চলেছে নববর্ষ বই উৎসব। সহযোগিতায় রয়েছে কলকাতা পৌরসভা, কে এম ডি এ, এবং ৯৩ নং ওয়ার্ড ক্লাব সমন্বয় পরিষদ। এই উৎসব জুড়ে পালিত  করা হবে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির নানা দিক।
advertisement

এই বই উৎসব আয়োজন করার জন্য দীর্ঘদিন ধরে দক্ষিণ কলকাতার বহু পাঠক বন্ধুরা দাবি জানিয়ে আসছিলেন গ্লিডকে। কারণ ময়দান থেকে আন্তর্জাতিক কলকাতা বইমেলা সল্টলেকের করুণাময়ীতে পাকাপাকি চলে যাওয়ার পর দক্ষিণের মানুষরা সেভাবে নিয়মিত যেতে পারতেন না। সেই অভাব মেটাতেই এই উৎসব তাঁদের ঘরের কাছে।

আরও পড়ুন -  Health Tips: রমরমিয়ে বিকোচ্ছে হলুদ তরমুজ, রোগ ধারেকাছে ঘেঁষতে দেবে না এই ফল, আপনি খেলেন

advertisement

বই উৎসবের উদ্বোধন হতে চলেছে আগামী ১৬ এপ্রিল ২০২৩, সন্ধে সাড়ে ছটায়। ‘নববর্ষ বই উৎসব’ চলবে আগামী ২৫ এপ্রিল ২০২৩ পর্যন্ত। প্রতিদিন দুপুর ৩ টে থেকে রাত ৯ টা।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শ্রীমতী বাণী বসু, কলকাতার মহানাগরিক তথা মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিম, সাংসদ তথা কলকাতা পৌরসভার চেয়ারম্যান শ্রীমতী মালা রায়, কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য তথা বিধায়ক শ্রী দেবাশীষ কুমার এবং ৯৩ নং ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী মৌসুমী দাস প্রমুখ বিশিষ্টজন।

advertisement

আরও দেখুন -

শুধু বই কেনাকাটি এছাড়াও সেই মেলায় থাকছে নানা  বিষয় নিয়ে অত্যন্ত আকর্ষণীয় বিতর্ক ও আলোচনা সভা। এইসব আলোচনায় উপস্থিত থাকছেন বিশিষ্ট গুণীজনেরা। এছাড়াও প্রায় রোজই থাকছে গান, আবৃত্তি, নৃত্যানুষ্ঠান, নাটক ও অন্যান্য সাংস্কৃতিক বিনোদন অনুষ্ঠান। দক্ষিণ কলকাতার এই নববর্ষ বই উৎসবে উপস্থিত থাকছে পশ্চিমবঙ্গের নামি বাংলা ও ইংরেজি বইয়ের প্রকাশকদের স্টলও। তাছাড়াও পাঠকদের জন্য থাকছে বিশেষ ছাড় !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

Onkar Sarkar

বাংলা খবর/ খবর/কলকাতা/
Nabobarsha r Boimela: আসছে নতুন বছর, পড়ুন ও পড়ান নতুন বাংলা বই, বসেছে নববর্ষের বইমেলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল