পাশাপাশি এখনও একাধিক ক্ষেত্রে আধার লিঙ্ক করা যায়নি। সেই আধার লিঙ্কের কাজও যাতে দ্রুত গতিতে করানো হয়, সে বিষয়েও এদিনের বৈঠকে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন এ বারে দুয়ারে সরকার ক্যাম্প থেকে হবে। এই প্রকল্পের দিকে বিশেষভাবে নজর দেওয়ার কথাও এ দিনের বৈঠকে জেলাশাসকদের দেওয়া হয়েছে।
advertisement
সম্প্রতি পরিযায়ী শ্রমিকদের জন্য একটি বিশেষ কমিটিও করে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে যাতে কোনওরকম অভিযোগ না ওঠে সেদিকেও সতর্ক থাকার নির্দেশ এদিনের বৈঠকে দিয়েছেন মুখ্যসচিব বলেই নবান্ন সূত্রে খবর। প্রসঙ্গত আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হবে জেলায় জেলায়। ১৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হবে পরিষেবা। এ বারে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে মোট ৩৫ টি প্রকল্পের সুবিধা দেওয়া হবে। যার মধ্যে বার্ধক্য ভাতা এবং পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন এবার নতুন অন্তর্ভুক্ত হয়েছে। এ দিনের বৈঠকে মুখ্যসচিব নির্দেশ দেন এই দুটি প্রকল্পের ক্ষেত্রে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকা যেন কার্যকর করা হয়।
আরও পড়ুন, তোলপাড় করা দামাল বৃষ্টি, অরেঞ্জ অ্যালার্টে ভয়ে কাঁপছে নানা জেলা, ওয়েদার আপডেট
আরও পড়ুন, মিলেনিয়াম পার্কের হাতবদল, ২৩ বছরের কর্মীরা সকলে পাননি নিয়োগপত্র, সিঁদুরে মেঘ
দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, জাতিগত শংসাপত্র, প্রতিবন্ধী শংসাপত্র, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ড মৎস্যজীবী ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড-সহ একাধিক পরিষেবা দেওয়া হবে। এখনও পর্যন্ত ছটি পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প রাজ্যজুড়ে অনুষ্ঠিত করা হয়েছে।
দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে রাজ্যজুড়ে সাত কোটি ১৯ লক্ষেরও বেশি মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে। দুয়ারে সরকার-এর পাশাপাশি পাড়ায় সমাধানও চলবে। এ দিনের বৈঠকে মুখ্য সচিব নির্দেশ দেন যদি কোন ক্যাম্পে খুব ভিড় হয় তাহলে প্রয়োজনে অতিরিক্ত ক্যাম্প জেলাগুলিকে করতে হবে। পাশাপাশি বিভিন্ন ব্লকে ব্লকে ক্যাম্প করতে হবে। মোবাইল ভ্রাম্যমান পরিষেবাও চলবে বলেও এদিনের বৈঠকে নির্দেশ দেন মুখ্যসচিব। পাশাপাশি এই দিনের বৈঠকে জেলাগুলি প্রস্তুতি কি রয়েছে তাও খতিয়ে দেখেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়