বলা হয়,
সীমান্তবর্তী জেলাগুলিকে সতর্ক থাকতে হবে।
কোনওরকম ইনফরমেশন এলে তা সঙ্গে সঙ্গে ডিজি কন্ট্রোল রুমে পাঠাতে হবে।
সীমান্তবর্তী জেলাগুলি থেকে যে ইনফরমেশন আসবে অনেক ক্ষেত্রেই ভুয়ো হতে পারে, তা নিয়ে সতর্ক থাকতে হবে।
জেলাশাসক, পুলিশ সুপারদের বৈঠকে উপস্থিত থাকতে হবে।
সীমান্তবর্তী জেলাগুলিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
বিপর্যয় মোকাবিলার সব রকমের ব্যবস্থা নিয়ে রাখতে হবে।
advertisement
এদিন প্রায় এক ঘন্টা নবান্ন থেকে এই বৈঠক করেন মুখ্য সচিব। প্রথমে শনিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব একাধিক রাজ্যের মুখ্য সচিবদের নিয়ে বৈঠক করেন। তারপরেই রাজ্যের মুখ্য সচিব বিভিন্ন জেলাগুলিকে নিয়ে এই জরুরি বৈঠক করেন।
উল্লেখ্য, শনিবার সংঘর্ষবিরতির ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ পাকিস্তানের প্রস্তাবে সাড়া দিয়ে বিকেল ৫টা থেকে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছিল ভারতও৷ কিন্তু তার পর তিন ঘণ্টা কাটতে না কাটতেই সংঘর্ষবিরতি ভেঙে ফের জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে পাক বাহিনীর বিরুদ্ধে ফের গোলাগুলি ছড়ার অভিযোগ উঠল৷ বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরেও৷ শ্রীনগরে সেনাবাহিনীর সদর দফতরের কাছেই চারটি পাকিস্তানি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে খবর৷